শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। আর কয়েকদিনের মধ্যেই পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ন-মাসে এসে শুভশ্রীর নেই তেমন কোনও বিরাম বিশ্রাম। শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিত্যদিন বাড়িতে ঠিক কী কী করেন, এই সময় তাঁর রোজনামচা কী, এবার সোশ্যাল মিডিয়ায় তা স্পষ্ট করে জানিয়ে দিলেন অভিনেত্রী। একের পর এক পোস্ট তাঁর সোশ্যাল মিডিয়ায় নিত্য পোস্ট হতে থাকে। কখনও খাচ্ছেন সাধ, কখনও আবার তিনি ব্যস্ত হয়ে পড়ছেন সোশ্যাল নিজের কাজ নিয়ে। সেই ছবি বারবার প্রকাশ্যে এসেছে। সন্তান জন্মের কয়েকদিন আগেও কীভাবে নিজেকে সচল রেখেছেন অভিনেত্রী।
এই সময় এতটা চাপ কেন নিচ্ছেন? এমন প্রশ্নের মুখোমুখিও হতে দেখা গিয়েছে তাঁকে। তবে তাঁর কাছে এই পরিশ্রমের সহজ সংজ্ঞাই হল সুস্থ থাকা। তিনি সোশ্যাল মিডিয়ায় এবার তেমনই বার্তা দিলেন। প্রকাশ্যে লিখলেন, ‘অন্তঃসত্ত্বার সময় সক্রিয় থাকার অর্থ হল আপনি নিজের খেয়াল রাখছেন। অশিক্ষিতদের কথায় কান দেবেন না। নিজের ডাক্তারের কথা শুনুন। শরীরকে বুঝুন। চিয়ার্স। হ্যাপি প্রেগন্যান্সি।’
সারা দিন কী কী করেন শুভশ্রী?
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি তিনি শেয়ার করলেন, সেখানে স্পষ্ট উল্লেখ রইল, তিনি ঘুম থেকে উঠে এখনও শরীর চর্চা করেন। যোগা থেকে শুরু করে ব্যয়াম করা, পরিচয় করালেন তাঁর ট্রেনারের সঙ্গেও। এরপর তিনি চলে যান তাঁর ছেলের স্কুলে ইউভানকে আনতে। সেখান থেকে তিনি আবার ফেরেন শুটিং-এ। সারা দিন এমনই কাজের মধ্যেই কাটছে তাঁর। ফলে এই সময় শরীরকে সক্রিয় রাখাতেই বিশ্বাসী তিনি। আর ঠিক সেই কারণেই সকলের উদ্দেশে বললেন, ডাক্তারের পরামর্শ শুনতে। তাতে শরীর ভাল থাকবে।