বহুদিন ধরে বড় পর্দায় মুক্তির অপেক্ষাতে দিনগুনছে হাবজি-গাবজি। শুভশ্রী ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত এই ছবির মূলেই রয়েছে মোবাইল আসক্তি নিয়ে এক সাধারণ মধ্যবিত্তের কাহিনি। সাধারনেরই বটে, কারণ সাম্প্রতিককালে যেভাবে প্রতিটা পদে পদে মোবাইলের প্রতি আকর্ষণ বাড়ছে ছোট ছোট শিশুমনে তা এক কথায় বলতে গেলে বিপদ জনক। মনোবিদের কথায়, তা পরিবর্তন আনছে তাদের ব্যবহারে, তাঁদের লাইফস্টাইলে ও পড়াশুনাতেও। লকডাউনে প্রতিটা শিশুর হাতে ফোন তুলে দিতে একপ্রকার বাধ্য হয়েছে বাবা-মায়েরা কারণ অনলাইন ক্লাস। সঙ্গে বাড়তে থাকা মোবাইল নেশাকে তাই প্রশমিত করে রাখতে পারেননি অনেকেই।
এবার এই প্রসঙ্গ মুখ খুললেই শুভশ্রীর কাছে টিপস চেয়ে একের পর এক অভিভাবক পাঠাতে শুরু করেছেন খোলাচিঠি। যার মধ্যে কয়েকটি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিলেন তিনি। কেউ লিখলেন, ‘ছেলে সারাদিন মোবাইলে গেম খেলে, কিছু বলতে গেলেই বিপদ। রেগে যাচ্ছে, কীভাবে এই নেশা ছাড়াবেন বুঝতে পারছেন না’। আবার কেউ লিখলেন, ‘খুব ভাল একটি ছবির বিষয়। ১৮ বছরের ভাই এতটাই নেশাগ্রস্থ যে কারুর সঙ্গে কথা বলে না, খেলে না, আর অভিভাবকেরাও সেটা মেনে নিচ্ছে, পড়ে আফসোস করতে হবে।’
এমনই নানা প্রশ্ন পেয়ে আপ্লুত শুভশ্রী, দিলেন সহজ টিপস, পরিবারের সকলকে নিয়ে দেখে ফেলতে হবে হাবজি গাবজি ছবিটি। ৩ জুন মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে, শুভশ্রীর বিশ্বাস, তাতেই নাকি অনেকটা সমস্যার সমাধান ঘটে যাবে এক ধাক্কায়। সোশ্যাল মিডিয়ায় লিখলেন- ‘মোবাইল ফোনের প্রতি বিভিন্ন বয়সী শিশুদের এই আসক্তি সাম্প্রতিক সময়ে অত্যন্ত গুরুতর একটি সমস্যা হয়ে উঠেছে, যার ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমাদের প্রত্যেকের সচেতন হওয়া প্রয়োজন। আপনারা যে আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে ভাগ করছেন তার জন্য আমরা খুবই আপ্লুত। সবাই দয়া করে হলে গিয়ে ছবিটি দেখুন, কথা দিচ্ছি আপনাদের সমস্যার সমাধান করতে পারবো আমরা।’