Sudeshna-Abhijit: বড়পর্দার ছবি নিয়ে ফিরছেন সুদেষ্ণা-অভিজিৎ, নারীকেন্দ্রিক ছবিতে সন্দীপ্তা-সুদীপ্তা
Sandipta-Sudipta: পরিচালক অভিজিৎ গুহ TV9 বাংলাকে জানিয়েছেন, তিনি এবং সুদেষ্ণা এবার সাহিত্যের পাতা থেকে গল্প নিয়ে ছবি পরিচালনা করবেন। সাহিত্যিক বাণী বসুর গল্প অবলম্বনে একটি ছবি করতে চলেছেন সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহ। সব কিছু ঠিক চললে আগামী জানুয়ারি মাসে এই ছবির শুটিংয়ের কাজ শুরু করবেন এই পরিচালকদ্বয়। অর্থাৎ, নতুন বছরে নতুন সিনেমার কাজে হাত দেবেন একের পর-এক জনপ্রিয় ছবির পরিচালক জুটি। নাম কী ঠিক করা হয়েছে জানেন?
আবার বড় পর্দায় ছবি তৈরির জন্য প্রস্তুত হচ্ছেন পরিচালক সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহ। দু’জনেই এই মুহূর্তে নিজ-নিজ ক্ষেত্রে অভিনয় নিয়ে ব্যস্ত। অভিজিৎ এখন আবার রায় পরিবারের ‘জটায়ু’—সন্দীপ রায়ের বড়পর্দার জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলি। তাঁর এই নতুন ভূমিকা দর্শকদের বেশ মনে ধরেছে। তবে এই দুই অভিনেতা তথা পরিচালকদ্বয় বেশ কিছু ওয়েব সিরিজ় করার পর আবার বড় পর্দার জন্য ছবি করার প্রস্তুতি নিচ্ছেন। পরিচালক অভিজিৎ গুহ TV9 বাংলাকে জানিয়েছেন, তিনি এবং সুদেষ্ণা এবার সাহিত্যের পাতা থেকে গল্প নিয়ে ছবি পরিচালনা করবেন। সাহিত্যিক বাণী বসুর গল্প অবলম্বনে একটি ছবি করতে চলেছেন সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহ। সব কিছু ঠিক চললে আগামী জানুয়ারি মাসে এই ছবির শুটিংয়ের কাজ শুরু করবেন এই পরিচালকদ্বয়। অর্থাৎ, নতুন বছরে নতুন সিনেমার কাজে হাত দেবেন একের পর-এক জনপ্রিয় ছবির পরিচালক জুটি। আপাতত ঠিক করা হয়েছে সিনেমার নাম: ‘আপিস’।
গল্পের কাহিনি নারীকেন্দ্রিক। সমাজ এখন অনেকটাই প্রগতিশীল, আপাতদৃষ্টিতে তেমনটাই মনে হয়। তবে মহিলাদের ক্ষেত্রেও কি বিষয়টা ঠিক তাই? মহিলারা এখন শিক্ষিত, অনেকেই উপার্জন করেন, স্বনির্ভর। সমাজে এক দিকে যেমন উচ্চ-শিক্ষিত, আত্মনির্ভর মহিলাদের দেখা যায়, তেমনই আবার নিম্ন-মধ্যবিত্ত মহিলাদেরও দেখা যায়—এরা দু’জনেই সমাজের অঙ্গ। আরও এক মিল রয়েছে দু’জনের মধ্যে। দু’জনেই কোথাও যেন এক সরলরেখায় দাঁড়িয়ে। এই বিষয়কেই এবার সিনেমার পর্দায় রূপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই পরিচালকদ্বয়। নারীকেন্দ্রীক চরিত্র যখন, এই দুই চরিত্রে বলিষ্ঠ অভিনেত্রীই প্রয়োজন। পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেল, সমাজের দুই স্তরের নারীর গল্প দেখানো হবে ‘আপিস’-এ এবং এই দুই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ও সন্দীপ্তা সেনকে। এই দুই অভিনেত্রীই নিজেদের বলিষ্ঠ অভিনয়ের জন্য দর্শকদের হৃদয়ের খুব কাছের।
প্রসঙ্গত সন্দীপ্তা সেনকে ইদানিং বেশ কিছু ওয়েব সিরিজ়েও দেখা যাচ্ছে। তার মধ্যে ‘নষ্টনীড়’ অন্যতম। খুব শীঘ্রই এই সিরিজের দ্বিতীয় সিজ়নও মুক্তি পেতে চলেছে। অন্য দিকে, সুদীপ্তা চক্রবর্তী মঞ্চ থেকে সিনেমা—সব ক্ষেত্রেই সাফল্যের সঙ্গে কাজ করছেন। জাতীয় পুরষ্কারের অধিকারী এই অভিনেত্রী তাঁর ছবি ‘স্ক্যাভেঞ্জারস অফ ড্রিমস’ নিয়ে এই মুহূর্তে বুসান চলচ্চিত্র উৎসবে রয়েছেন পরিচালক সুমন ঘোষের সঙ্গে। পরিচালক অভিজিত গুহ TV9 বাংলাকে জানিয়েছেন, এই মুহূর্তে তাঁদের ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসেই ফ্লোরে আসবে এই ছবি। তথাকথিত স্টার-নির্ভর ছবির বাইরে বেরিয়ে দর্শক এখন ভাল কনটেন্টের খোঁজ করলেও নারীকেন্দ্রিক ছবি সারা বছরে খুবই কম তৈরি হয়। সেই জায়গার দাঁড়িয়ে ‘আপিস’ দর্শকদের মনে জায়গা করে নেবে বলেই আশা করা যায়।