উত্তাল বঙ্গ রাজনীতি। সেই উত্তেজনার আঁচ এসে পড়েছে টলিউডের অন্দরেও। একদিকে যেমন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইডি-র হাতে গ্রেফতারি অন্যদিকে পার্থ-ঘনিষ্ঠ প্রাক্তন অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি ২২ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়েই। এরই মধ্যে অর্পিতাকে নিয়েও উঠে আসছে একের পর এক তথ্য। প্রসেনজিৎ থেকে শুরু করে স্বস্তিকা…সবার সঙ্গেই ছবিতে অভিনয় করা এই অর্পিতার ‘অভিনেত্রী’ পরিচয় নিয়েই এবার ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। একই সঙ্গে নাম না করেই গ্রেফতার হওয়ার মন্ত্রীর উদ্দেশে তাঁর প্রশ্ন, “এঁরা জনগণের স্বার্থে কাজ করেন ? দেশের স্বার্থে রাজনীতি করেন ? আমাদের দেখে কি সত্যিই মনে হয় আমরা রোজ সকালে ব্রেকফাস্টে ঘাস খাই ?”
সুদীপ্তা লিখেছেন, “চোখের সামনে রোজ দেখছি তাজা কিছু ছেলেমেয়ে কে অভিনয় শিখে, অভিনয় চর্চা করে, নিজেকে তৈরি করার অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজ পাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের সম্মান বজায় রেখে। কাজ করছে ও, যেটুকু যা পাচ্ছে। এরা তাহলে কি? অভিনেতা নয়? অভিনেত্রী নয়?” এরপরেই তাঁর প্রশ্ন, “অন্যায় কে প্রশ্রয় দিয়ে, অন্যায় পথে টাকা রোজগার করে, অন্যায় ভাবে দু একটা বিজ্ঞাপন, সিনেমা বা সিরিয়ালে কাজ পেলেই তিনি মডেল? তিনি অভিনেতা? তিনি অভিনেত্রী?” ইনস্টাগ্রামে প্রায় কুড়ি হাজার অনুরাগী, রিলস ভিডিয়োতে ঠাসা এই অর্পিতা একটা দীর্ঘ সময় ধরে অভিনয় করেছেন ইন্ডাস্ট্রিতে। শুধু টলিউডই নয় ওড়িয়া ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। যদিও বেশ কিছু বছর কাজ করার পর হঠাৎ করেই কার্যত উধাও হয়ে যান তিনি। যদিও তাঁর জীবন চিত্রনাট্যের থেকে কম নয় তা রাজ্যবাসী প্রমাণ পেয়েছে শুক্রবারই।
তাঁর যখের ধনের খবর প্রকাশ্যে আসতেই সুদীপ্তার ক্ষোভ, “কত শত ছেলেমেয়েরা পড়াশোনা করে, ট্রেনিং নিয়ে, পরীক্ষা দিয়ে হত্যে দিয়ে পড়ে আছে একটা কাজ পাবার আশায় !!! সরকারি, বেসরকারি, চাকরি বা ফ্রিল্যান্সিং জব, যা হোক কিছু — একটা কাজ, জাস্ট একটা কাজ, যাতে সম্মানের সঙ্গে কাজ করে কিছু টাকা রোজগার করা যায়। আর সেখানে কোনও একজন মানুষের ১০/১৫ টা বাড়ি… ২১ কোটি টাকা নগদ… বিদেশি মুদ্রা… গয়না ….এই দেশে!!!!! এই রাজ্যে !!! এই শহরে !!!! লজ্জা করছে, রাগ হচ্ছে খুব…”।
উল্লেখ্য, শুক্রবার রাতেই অর্পিতার ডায়মন্ড সিটির বাড়ি থেকে উদ্ধার করা হয় ২০ কোটি টাকা। পরে শনিবার সকালে সেই উদ্ধার হওয়া টাকার পরিমাণ বেড়ে হয় ২১ কোটি। এর পাশাপাশি অর্পিতার বাড়ি থেকে বিদেশি মুদ্রা ও সোনাও পাওয়া গিয়েছে বলে খবর। সেই মোটা অঙ্কের টাকা উদ্ধার করে রিজার্ভ ব্যাঙ্কের ট্রাকে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। অন্যদিকে এই মুহূর্তে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশে দেওয়া হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। সব মিলিয়ে উত্তাল রাজ্য রাজনীতি থেকে টলিউড।