Tollywood Secrets: সৌমিতৃষার স্বামী হতে গেলে কিছু শর্ত আছে; কী সেগুলো, জানিয়েছেন অভিনেত্রী নিজেই…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 13, 2023 | 10:24 AM

Soumitrisha Kundu: 'মিঠাই' ধারাবাহিকটি শেষ হওয়ার পর দেব অভিনীত 'প্রধান' ছবিতে সুযোগ আসে তাঁর। সৌমিতৃষা বেশ ফেমাস। তাঁকে নিয়ে অনুরাগীদের প্রশ্নের অন্ত নেই একেবারেই। অনেকেই তাঁকে মনে-মনে পছন্দও করেন। তবে জীবনসঙ্গী সম্পর্কে সাফ কথাও জানিয়ে দিয়েছেন সৌমিতৃষা। কী সেই কথা? দিয়েছেন শর্তও।

Tollywood Secrets: সৌমিতৃষার স্বামী হতে গেলে কিছু শর্ত আছে; কী সেগুলো, জানিয়েছেন অভিনেত্রী নিজেই...
সৌমিতৃষা কুন্ডু।

Follow Us

বাংলা ছবি ‘প্রধান’-এ দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার মিঠাই, অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। মিঠাই ধারাবাহিকে অভিনয় করার সময়ই জনপ্রিয় হয়ে উঠেছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত এই অভিনেত্রী। সিরিয়াল শেষ হতেই আরও বড় কিছু করার জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন। করতে চাইছিলেন বড় পর্দায় কাজও। তাই দেব অভিনীত ‘প্রধান’ ছবিতে সুযোগ আসে তাঁর। সৌমিতৃষা বেশ ফেমাস। তাঁকে নিয়ে অনুরাগীদের প্রশ্নের অন্ত নেই একেবারেই। অনেকেই তাঁকে মনে-মনে পছন্দও করেন। তবে জীবনসঙ্গী সম্পর্কে সাফ কথাও জানিয়ে দিয়েছেন সৌমিতৃষা। কী সেই কথা?

ওল্ড স্কুল সম্পর্কে বিশ্বাস করেন সৌমিতৃষা। হুট করে কারও সঙ্গে ডেটে চলে যান না তিনি। এক সংবাদমাধ্যমকে সৌমিতৃষা বলেছেন, “আগে আমি বোঝার চেষ্টা করি, যাঁকে দেখে ভাল লাগছে, তাঁর সঙ্গে বিয়ে করে সংসার করতে পারব কি না।”

দেবের সঙ্গে সৌমিতৃষা।

এর জন্য প্রাথমিকভাবে মানুষটাকে যাচাই করে নেন অভিনেত্রী। তারপর এগিয়ে যান সম্পর্কের দিকে। হালফিলের ক্যাজ়ুয়াল প্রেম, মেলামেশা করতে তিনি এক্কেবারেই পছন্দ করেন না। এবং বিষয়টিকে প্রশ্রয়ও দেন না। সৌমিতৃষা আরও একটি কথা বলেছেন, “আমি আগে দেখি মানুষটা আমার মতো কি না।”

Next Article