Exclusive Ushasi Roy: নিখিলে মন নয়, উষসীর প্রেম লুকিয়ে অন্য কোথাও, অন্য কোনও খানে

Tollywood Relationship: খুব বিশ্বাসের সঙ্গে বলছি, আমার পরিবার আমায় ভীষণ ভরসা করে। তাঁরা জানে, আমার সম্পর্কের খবর অন্তত খবরের কাগজ থেকে তাঁদের জানতে হবে না।

Exclusive Ushasi Roy: নিখিলে মন নয়, উষসীর প্রেম লুকিয়ে অন্য কোথাও, অন্য কোনও খানে
Follow Us:
| Updated on: Aug 30, 2022 | 1:14 PM

জয়িতা চন্দ্র

টলিউডে সম্পর্কের জল্পনায় এখন হটকেক উষসী রায় ও নিখিল জৈন। গত কয়েকমাসে ইন্ডাস্ট্রির এ দিকে-ও দিকে কান পাতলে শোনা যাচ্ছে: গোপনেই নাকি প্রেম চলছে জুটির। সত্যি কি তাই? প্রশ্ন যখন বিভিন্ন মহলে, ঠিক তখনই নিখিলের পোশাক বিপণির পুজো কালেকশনের লঞ্চ-ইভেন্টে সোমবার উষসীর উপস্থিতি যেন ফের সেই জল্পনায় ঘি ঢালল। কেউ-কেউ বললেন, বাড়ছে সম্পর্কের গভীরতা। কিন্তু কী বলছেন উষসী? TV9 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অকপট উষসী: সম্পর্কে তিনি রয়েছেন ঠিকই। কিন্তু…

উষসী: …আর কিন্তু, কতবার, কত জায়গা থেকে যে এই প্রশ্ন আমি শুনছি, নিজেই বুঝে উঠতে পারি না এক-এক সময় কী উত্তর দেব।

তবে কি সকলের ধারনাই ঠিক? নিখিলকেই মন দিলেন উষসী?

এবাবা একেবারেই না। বিশ্বাস করো, আমি নিজেই এক এক সময় বুঝতে পারছি না, যে কেন এই কথা রটে চলেছে। আমি নিজেও অস্বস্তিতে পড়ে যাই। এও বুঝে উঠতে পারি না আদৌ আমার এই বিষয় মন্তব্য করা উচিৎ কি না। কেন বলব বলতো, দুটো মানুষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কর্মসূত্রে একসঙ্গে যোগাযোগ রাখা মানেই কি প্রেম!

এই জল্পনার জন্য এক সঙ্গে কাজের ক্ষেত্রে কোনও সমস্যা হয় না?

এই প্রশ্নের দুটো উত্তর হয়। প্রথমত না, কোনও সমস্যাই হয় না। নিখিল আমায় এই সুযোগটা দিয়েছে , এটা আমার কাছে প্রাপ্তী। ওর সঙ্গে আমার কাজ করতে কোন সমস্যা তো হওয়ারই কথা নয়, তাই হয়ও না। সমস্যা তো দূর, বেশ ভাল সম্পর্ক আমাদের। এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে, হম বেশ সমস্যা হয়, কখন জানো! যখন দেখি এই সম্পর্ক নিয়ে কথা হচ্ছে, লেখালেখি হচ্ছে। বিশ্বাস করো, আমি আজই সকালে ভাবছিলাম যে আজ আমি ইভেন্টে যাব আবারও সেই একই কথা উঠবে।

নিখিল কিছু বলেন এই বিষয়?

আরে নিখিলেরও একই অবস্থা। আমরা জানিই না আনন্দামানের প্রসঙ্গ কবে এলো! হঠাৎ একদিন নিখিল দেখছে ওকে সবাই প্রশ্ন করছে আন্দামান ভ্রমণ নিয়ে। নিখিল উত্তরে জানিয়ে ছিল, আমার পাসপোর্ট দেখে নিন। মানে ভাবো একবার, নিখিল জানেই না যে আন্দামান যেতে পাসপোর্ট লাগে না। তাহলে সেই মানুষটা কীভাবে ছিল আন্দামানে বলতে পারো!

এ বিষয়ে পরিবারের মতামত?

খুব বিশ্বাসের সঙ্গে বলছি, আমার পরিবার আমায় ভীষণ ভরসা করে। তাঁরা জানে, আমার সম্পর্কের খবর অন্তত খবরের কাগজ থেকে তাঁদের জানতে হবে না। আমিই সবার আগে গিয়ে তা জানিয়ে দেব। ঠিক সময় মতো।

তাহলে উষসী সিঙ্গল…!!

এই রে। না না… এটা বললে খুব মুশকিল হয়ে যাবে বিশ্বাস করো। কারণ একদমই উষসী সিঙ্গল নয়। তবে নামটা এখনই বলতে চাই না। যখন মনে হবে আমি নিজেই সবটা জানিয়ে দেব। তবে নিখিল আমার সত্যি ভাল বন্ধু। কাজ-কেরিয়ার নিয়ে আমরা সকলেই নিজের মতো করে ব্যস্ত। তাই এই নিয়ে ভাবাই ছেড়ে দিয়েছে। তবে যেটা ভুল সেটা ভুলই। নিখিল আর আমার মধ্যে সত্যি কিছু নেই। উষসীর জীবনে প্রেম আছে, তবে অন্য কোথাও, অন্য কোনও খানে।

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে