৭ ফেব্রুয়ারি বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় কাপল কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা। তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বেশকিছু সময়। তারপর রাজস্থানের বালির শহর সূর্যগড় প্রাসাদে বিয়ে করেছেন দুই তারকা। সেই বিয়ে এখন খবরের শিরোনাম দখল করে নিয়েছে। এবার সেই নববধূ কিয়ারাকে নিয়ে অদ্ভুত স্বপ্ন দেখলেন বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবং সেই স্বপ্ন দেখে অনেকে বলছেন, তাঁর বদহজম হয়েছিল মনে হয়!
শ্রীলেখা লিখেছেন, “সারারাত কিয়ারা আডবাণীর স্বপ্ন দেখলাম। একবার আমার এই এক্সের সঙ্গে, একবার আমার ওই এক্স। ফাইনালি দেখলাম জ়ম্বি হয়ে নবান্নর পথ ধরেছে। আহারে বালাই ষাট। কী খেয়েছিলাম ডিনারে?”
শ্রীলেখার এই পোস্টের নীচে কমেন্ট পড়েছে, “কাল কি ডিনারে ঘাস পাতা জাতীয় জিনিস ছিল?” তাতে শ্রীলেখার উত্তর, “মনে পড়েছে শুট ছিল। ফুচকা খেয়েছিলাম আর রাতে দই ওটস।” সেই নেটিজ়েন পাল্টা লেখেন, “শ্রীলেখাদি, নির্ঘাত, দই আর তেঁতুলের রিয়্যাকশন।”
কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলেন শ্রীলেখা মিত্র। সেখানে চলছিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তাতে মনোনীত হয়েছিল শ্রীলেখা অভিনীত শর্ট ফিল্ম ‘এবং ছাদ’। সেই ছবিকে জায়গা দেয়নি কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এমনকী, আমন্ত্রণও পাননি শ্রীলেখা।
দিন কয়েক আগে তাঁর একমাত্র ভাই, ভাইয়ের স্ত্রী এবং ভাইপোকে নিয়ে গয়া থেকে ঘুরে এসেছেন শ্রীলেখা। বাবাকে চিরবিদায় জানাতে চারজনে মিলে গিয়েছিলেন সেখানে। বাবাকে আলবিদা জানানোর তাঁদের সেই ট্রিপ ভালই কেটেছে। প্রত্যেকটি আপডেট শ্রীলেখা দিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়।