কলকাতায় নেই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর গন্তব্য এখন পশ্চিমে, টেমস নদীর শহর লন্ডনে। একটি ছবির শুটিংয়ে গিয়েছেন শ্রাবন্তী। কাজের ফাঁকে বিদেশের মাটিতে ভ্রমণের স্বাদও নিচ্ছেন জমিয়ে। নিরালা খুঁজে নিয়েছেন নিজের মতো করে। গাছের ছায়ায় নিজেকে লুকিয়েছেন। হাতে একটি ফোন। একা একাই সময় কাটাচ্ছেন শ্রাবন্তী। ভাল আছেন নিজের মতো করে। সোশ্যাল মিডিয়ায় তাঁর লন্ডন ডায়েরির ঝলক দেখা যাচ্ছে। নায়িকার ক্যাপশন, “ভিড় ও হইচইয়ের মাঝে শান্তি খুঁজে নিতে হয়…”। আরও একটি পোস্টে শ্রাবন্তীর উক্তি, “লন্ডন জার্নি”। স্থানীয় ট্রেনে চেপে শহর দেখছেন অভিনেত্রী।
গত মে মাসে TV9 বাংলার অফিসে নিজের ছবি ‘ভয় পেও না’র প্রচারের এসেছিলেন অভিনেত্রী। ভূতের ছবি। সংসারের গল্প। শাশুড়ি-বউমার গল্প। শ্রাবন্তী যেমন ঈশ্বরকে বিশ্বাস করেন, তেমনই বিশ্বাস করেন ভূতে। ভূতের ভয় নিয়ে নানা গল্প শেয়ার করেছিলেন শ্রাবন্তী। সিনেমার শুটিং করতে গিয়ে বহু ভুতূড়ে ঘটনা ঘটেছে তাঁর সঙ্গে। ভূতে খুব ভয় পান। বোলপুরের মতো জায়গায় খোলামেলা এলাকায় শুটিংয়ের সময় গা ছমছম করে তাঁর।
TV9 বাংলাকে শ্রাবন্তী বলেছিলেন, “একটি সিন আছে যেটা ট্রেলারেও দেখান হচ্ছে। আমি একটা অন্ধকার ঘরে গিয়েছি। সেখানে হঠাৎ করে একটা কঙ্কাল আমার গায়ে পড়ে যায়। সেই ঘটনায় আমি খুবই ভয় পেয়েছিলাম। কারণ ওই ঘরে কাউকে ইচ্ছে করেই রাখা হয়নি। আমি ছিলাম আর ছিল আমাদের ক্যামেরাম্যান। হট করে কঙ্কালটা এসে আমার গায়ে পড়ে। খুব টেনশনের মুহূর্ত ছিল। ভয় পেয়ে যাই। কিন্তু সঙ্গে সঙ্গে আমি ওই ঘর থেকে পালিয়ে যাই।”