Gaurav-Ridhima Rangoli: পুত্রের নামে রঙ্গোলি গৌরব-ঋদ্ধিমার; ধীরের প্রথম দীপাবলি কাটল কেমন?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 13, 2023 | 4:07 PM

Gaurav-Ridhima-Dheer: এবার ফের ধীরকে নিয়ে গৌরব-ঋদ্ধিমা করলেন দীপাবলির উদযাপন। তাঁদের অ্য়াপার্টমেন্টে সুন্দর করে রঙ্গোলি দিয়েছেন ঋদ্ধিমা এবং গৌরব। বিভিন্ন রঙের ছড়াছড়ি ছিল সেই রঙ্গোলিতে। কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ কেড়েছে ইংরেজি হরফে 'DHEER'-এর নাম। জ্বলজ্বল করছিল যেন।

Gaurav-Ridhima Rangoli: পুত্রের নামে রঙ্গোলি গৌরব-ঋদ্ধিমার; ধীরের প্রথম দীপাবলি কাটল কেমন?
ধীর।

Follow Us

চলতি বছর সেপ্টেম্বরের ১৬ তারিখে জন্ম নেয় অভিনেতা গৌরব চক্রবর্তী এবং অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের একমাত্র পুত্র ধীর। দুর্গাপুজোর সময়ই প্রথম ধীরকে সক্কলের সামনে আনেন গৌরব। যদিও মুখ দেখাননি ধীরের, তবুও সপ্তমীর দিন ছোট্ট ধীরের ঝলক মিলেছিল ঋদ্ধিমার কোলে।

এবার ফের ধীরকে নিয়ে গৌরব-ঋদ্ধিমা করলেন দীপাবলির উদযাপন। তাঁদের অ্য়াপার্টমেন্টে সুন্দর করে রঙ্গোলি দিয়েছেন ঋদ্ধিমা এবং গৌরব। বিভিন্ন রঙের ছড়াছড়ি ছিল সেই রঙ্গোলিতে। কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ কেড়েছে ইংরেজি হরফে ‘DHEER’-এর নাম। জ্বলজ্বল করছিল যেন।

ধীরের আগমনে আনন্দের হাওয়া চক্রবর্তী এবং ঘোষ পরিবারে। দেখতে-দেখতে প্রায় তিনমাস বয়স হতে চলল তাঁর। আপাতত কোনও ছবি কিংবা ওয়েব সিরিজ়ে অভিনয় করছেন না ঋদ্ধিমা। ধীরকেই সময় দিচ্ছেন ২৪ ঘণ্টা। সন্তানকে সময় দিচ্ছেন গৌরবও। তাঁর জন্য রাতও জাগতে হচ্ছে অভিনেতাকে।

ধীরের জন্মের পরপরই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন গৌরব। সেখানে পুত্রের নাম ঘোষণা করে গৌরব লিখেছিলেন, “ছোট্ট-ছোট্ট হাই, ঘুমন্ত ভাব, নার্সারির রাইমস এবং লালাবাইয়ের যাত্রা শুরু হল আমাদের। নতুন জীবনে আনন্দে আছি আমরা। আমাদের পরিবারে এক দেবদূতের আগমন ঘটেছে। এর থেকে বেশি ধন্যবাদ আর কাকে জানাতে পারি।”

Next Article
Sreelekha Mitra: ‘বন্ধ হোক এই পৈশাচিক আনন্দ’, পুলিশের দ্বারস্থ শ্রীলেখা
Tollywood Gossip: রাখঢাক না করে অবশেষে ‘শোভন-প্রেম’দেখিয়েই দিলেন সোহিনী?