Parambrata-Piya Honeymoon: পয়লা ডিসেম্বর শহর ছাড়ছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মধুচন্দ্রিমার প্ল্যান নাকি অন্য কিছু?

Sucharita De | Edited By: Sneha Sengupta

Nov 28, 2023 | 2:16 PM

Parambrata-Piya: ২০১২ সাল থেকে প্রায় প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনায় অ্যাঙ্কারিং-এর দায়িত্ব পালন করেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে এই বছর তিনি থাকতে পারছেন না। সূত্রের খবর, নতুন বিয়ে করে মধুচন্দ্রিমায় যাবেন পরমব্রত ও পিয়া।

Parambrata-Piya Honeymoon: পয়লা ডিসেম্বর শহর ছাড়ছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মধুচন্দ্রিমার প্ল্যান নাকি অন্য কিছু?
পরম-পিয়া।

Follow Us

পরমব্রত চট্টোপাধ্যায়-পিয়া চক্রবর্তীর বিয়ে নিয়ে সমাজমাধ্যমে হুলুস্থুল পড়ে গিয়েছে। কখন বিয়ে, কী পোশাক, বিয়ের মেনু থেকে টলিপাড়ার কে-কে নিমন্ত্রিত ছিলেন, সব খবর এখন পাঠকদের হাতের মুঠোয়। অর্থাৎ মুঠোফোনে। প্রসঙ্গত, কোভিডের সময় থেকেই পরমব্রত ও পিয়ার বন্ধুত্ব গাঢ় হতে শুরু করে। সূত্র অনুযায়ী, এরপরই সুরকার ও সঙ্গীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেন সমাজকর্মী ও সঙ্গীতশিল্পী পিয়া চক্রবর্তী। এবং বিবাহ বিচ্ছেদের দু’বছরের মাথায় অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ সারলেন। বিয়ের বিষয়ে প্রথম থেকেই গণমাধ্যমের বাইরে রাখার চেষ্টা করা হয়, তবে ২৭ নভেম্বর সকাল থেকেই খবর ছড়িয়ে পড়ে। বিয়ের শেষে বন্ধুর তরফে ‘থ্রো’ করা গেট-টুগেদারে যাওয়ার পথে নতুন বর পরমব্রত চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমে জানালেন, বিয়েটিকে তিনি ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। তবে টলিপাড়ার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’-এর বিয়ে বলে কথা। পরমব্রত চট্টোপাধ্যায়ের বহু মহিলা ফ্যানের হৃদয় ভেঙে গিয়েছে তার বিবাহের খবর সামনে আসতে।

তাহলে এবার নতুন কী খবর? সাদামাটা ঘরোয়া রেজিস্ট্রেশন করে বিয়ে সেরেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। টলিউডের তারকা-বন্ধুদের ডেকে খুব শীঘ্রই একটি রিসেপশন দেওয়ার পরিকল্পনার খবরও এই মুহূর্তে আর অজানা নয়। তবে এখন নতুন খবর, বিয়ে সেরেই পরমব্রত চট্টোপাধ্যায় শহর ছাড়ছেন পয়লা ডিসেম্বর। গন্তব্য জানা না গেলেও শহরে ফেরার তারিখ ৮ ডিসেম্বর। টলিউড সূত্রের খবর অনুযায়ী, মধুচন্দ্রিমা সারতেই পরমব্রত চট্টোপাধ্যায় কলকাতা ছাড়ছেন। সেই কারণেই আগামী ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনাতেও থাকতে পারছেন না পরমব্রত চট্টোপাধ্যায়। ২০১২ সাল থেকে প্রায় প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনায় অ্যাঙ্কারিং-এর দায়িত্ব পালন করেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে এই বছর তিনি থাকতে পারছেন না। সূত্রের খবর, নতুন বিয়ে করে মধুচন্দ্রিমায় যাবেন পরমব্রত ও পিয়া।

কবি টিএস এলিয়টের বিখ্যাত কবিতা, ‘The Love Song of J. Alfred Prufrock’-এর প্রথম লাইন ধার করে পরমব্রত লিখেছেন, “Let us go then, you and I, When the evening is spread out against the sky” (যার বাংলা ভাবানুবাদের অর্থ: ‘চলো তবে যাই, তুমি আর আমি… যখন আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে সন্ধে…’)। বিয়ে করে সংবাদমাধ্যমের সামনে প্রথমবার মুখ খুলেছেন পরমব্রত। প্রথমটায় কিছু বলতে না চাইলেও ‘কেমন লাগছে’-র প্রত্য়ুত্তরে তাঁর উত্তর, “অনেক বয়সে বিয়ে করলে যেমন লাগে, ঠিক তেমনটাই লাগছে।” এর পর যোগ করলেন, “জাস্ট আমার ছোটবেলার এক বন্ধুর বাড়িতে আত্মীয়-পরিজন নিয়ে বিয়ে হল। রীতি মেনে বিয়ে হয়নি। প্রথম থেকেই প্রাইভেট রাখতে চেয়েছি। তাই রাখতে পারব। দেখি, পরবর্তীতে বড় করে কিছু করার ইচ্ছে রয়েছে।”

Next Article