বিয়ের পরদিনই হাসপাতালে ভর্তি হতে চলেছেন পিয়া চক্রবর্তী। সূত্রের খবর, এক বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চলেছেন পিয়া। সোমে বিয়ে করলেন, আর মঙ্গলে হাসপাতালে? জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে টলি পাড়ায়। গত ২৭ নভেম্বর বাংলার বিনোদন জগতের সবচেয়ে বড় খবর ছিল পরমব্রত চট্টোপাধ্যায় এবং সমাজকর্মী-গায়িকা পিয়া চক্রবর্তীর বিয়ে। ঘরোয়া পরিবেশে বিয়ে সেরেছেন পরম-পিয়া। কাছের আত্মীয়স্বজন এবং বন্ধুরাই ছিলেন সেই সইসাবুদের বিয়েতে। সাদামাটা বিয়ের সাজগোজেও ছিল না আড়ম্বর। হ্যান্ডলুমের পোশাকে ছিমছাম বিয়ে সেরেছেন পরম-পিয়া। তারপর ছোটখাটো রিসেপশনের আয়োজন করা হয়েছিল। আর বিয়ের পরদিনই হাসপাতালে ছুটতে হল পরমব্রতর স্ত্রী পিয়াকে। কিন্তু কী হয়েছে তাঁর?
ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে, পিয়া নাকি আগে থেকেই বেশ অসুস্থ ছিলেন। বিয়ের পরদিন, অর্থাৎ ২৮ নভেম্বর বিকেলে অস্ত্রোপচার হবে পিয়ার। সূত্রের খবর, তাঁর কিডনিতে পাথর হয়েছে। কিডনির পাথরটি অনেকদিন থেকে বেগ দিচ্ছিল পিয়াকে। তাই নতুন জীবন শুরু করেই পথের এই পাথরটিকেও সরিয়ে ফেলতে চেয়েছেন পিয়া। এদিকে কিডনি স্টোন নিয়ে বিয়ে করতে গিয়ে তাঁর যথেষ্টই শারীরিক যন্ত্রণা হয়েছে বলে জানা গিয়েছে। আর এই কঠিন সময়ে পরমব্রত সবসময়ই পাশে আছেন তাঁর।
এ বিষয়ে TV9 বাংলার তরফে পিয়া চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চাননি।