সেফ খেলব না বলেই ঋষভকে সরলাক্ষ হোমসের ভূমিকায় নেওয়া: সায়ন্তন ঘোষাল

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 26, 2022 | 8:30 AM

Sayantan Ghoshal: গল্পে-ছবিতে শার্লক মধ্যবয়সী পুরুষ, সেদিক থেকে দেখতে গেলে ঋষভ তো একেবারে তরতাজা যুবক...  তাল মেলাতে ঋষভের কি প্রয়োজন হবে প্রস্থেটিকের?

সেফ খেলব না বলেই ঋষভকে সরলাক্ষ হোমসের ভূমিকায় নেওয়া: সায়ন্তন ঘোষাল
গল্পে-ছবিতে শার্লক মধ্যবয়সী পুরুষ, সেদিক থেকে দেখতে গেলে ঋষভ তো একেবারে তরতাজা যুবক

Follow Us

বিহঙ্গী বিশ্বাস 

কলকাতা লন্ডন হয়েছে নাকি হয়নি, তা তর্কের বিষয়। তবে ২২১ বি বেকার স্ট্রিট নাকি হঠাৎই তাঁর যোগসূত্র খুঁজে পেয়েছে খোদ কলকাতায়। শার্লক নাম বদলে হয়ে গিয়েছেন সরলাক্ষ। গোলমেলে লাগছে? বাংলা সাহিত্যের রহস্যসন্ধানীদের দুনিয়ায় আরও এক রহস্যে উদঘাটকের আবির্ভাব ঘটতে চলেছে পরিচালক সায়ন্তন ঘোষালের হাত ধরে। নাম সরলাক্ষ, বয়স নিতান্তই কম। আদল ওই ২২১ বি বেকার স্ট্রিটের বাড়ির মালিকের মতো। তবে তাঁর আদ্যপ্যান্ত জুড়ে রয়েছে কলকাতা যোগ, রয়েছে বাঙালিয়ানা। এত অবধি ঠিকই ছিল, তবে সরলাক্ষের ভূমিকায় নবাগত ঋষভ বসুকে নিয়েই পরিচালক যেন কার্যত তাক লাগিয়ে দিয়েছেন। আবির-পরম-অনির্বাণদের ভিড়ে ঋষভের মতো নবাগতকে নেওয়ার পিছনে কি সায়ন্তনের ধোনিসুলভ স্ট্র্যাটেজি নাকি রয়েছে অন্য কোনও কারণ? উত্তর খুঁজল টিভিনাইন বাংলা।

এমন একজনকে চেয়েছিলাম যে ব্যাগেজ নিয়ে আসবে না কোনও। আমাদের এখানে যারা প্রতিষ্ঠিত অভিনেতা রয়েছেন তাঁদের প্রায় প্রত্যেকেই কোনও না কোনও গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন বা গোয়েন্দা নির্ভর ছবিতে অভিনয় করেছেন। তাই আমি এমন একজনকে চেয়েছিলাম যাকে নতুন করে গড়া যায়। আমি সেফ খেলতে চাই না। ‘যকের ধন’ যখন বানিয়েছিলাম তখন ওই ধরনের ছবি হত না। প্রথম ছবিতে যখন রিস্ক নিতে পেরেছিলাম এই ছবিতে কেন নয়?” পাল্টা প্রশ্ন সায়ন্তনের।

গল্পে-ছবিতে শার্লক মধ্যবয়সী পুরুষ, সেদিক থেকে দেখতে গেলে ঋষভ তো একেবারে তরতাজা যুবক…  তাল মেলাতে ঋষভের কি প্রয়োজন হবে প্রস্থেটিকের?  পরিচালক জানাচ্ছেন, না। ঋষভ যে বয়সী তাঁর সরলাক্ষকে দেখান হবে ঠিক এভাবেই। কারণ হিসেবে নিজস্ব যুক্তিও দিয়েছেন সায়ন্তন। তাঁর কথায়, “আমরা শার্লক হোমসের ছায়া অবলম্বন করে একটি গোয়েন্দা চরিত্র আনছি। হুবহু কিন্তু কপি পেস্ট নয়। ছবিতে সরলাক্ষের একটি ব্যাকস্টোরি রয়েছে, রয়েছে তাঁর কলকাতা যোগ। সরলাক্ষ কিন্তু কলকাতারই ছেলে।” আগামী মাসেই লন্ডনে উড়ে যাচ্ছে গোটা টিম। সেখানে রয়েছে লম্বা শুটিং শিডিউল। শুটিং হবে কলকাতাতেও। ছবি ভাল লাগলে সরলাক্ষ ফ্র্যাঞ্চাইজি করার আগাম চিন্তাও করে রেখেছেন পরিচালক। সত্যসন্ধানীদের ভিড়ে বাঙালি এই নতুন গোয়েন্দাকে কতটা গ্রহণ করবে, এখন সেটাই দেখার।