হায়দরাবাদে আল্লুর বাড়ির সামনে বিক্ষোভ অনুরাগীদের, নায়ক অনুরোধ করলেন…

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 23, 2024 | 10:46 AM

Allu Arjun: এক দিকে বক্স অফিসে ঝড় তুলেছে 'পুষ্পা ২:দ্য রুল'। অন্য দিকে ছবি মুক্তির পর থেকে ছবির নায়ক আল্লু অর্জুনের জীবনে বিতর্ক বেড়েছে। দক্ষিণী অভিনেতার সঙ্গে জড়িয়েছে রাজনৈতিক বিতণ্ডাও। রবিবার আরও এক কাণ্ড ঘটল। হায়দরাবাদে নায়কের জুবিলি হাউজের বাড়ির সামনে বিক্ষোভ দেখান একদল মানুষ।

হায়দরাবাদে আল্লুর বাড়ির সামনে বিক্ষোভ অনুরাগীদের, নায়ক অনুরোধ করলেন...

Follow Us

এক দিকে বক্স অফিসে ঝড় তুলেছে ‘পুষ্পা ২:দ্য রুল’। অন্য দিকে ছবি মুক্তির পর থেকে ছবির নায়ক আল্লু অর্জুনের জীবনে বিতর্ক বেড়েছে। দক্ষিণী অভিনেতার সঙ্গে জড়িয়েছে রাজনৈতিক বিতণ্ডাও। রবিবার আরও এক কাণ্ড ঘটল। হায়দরাবাদে নায়কের জুবিলি হাউজের বাড়ির সামনে বিক্ষোভ দেখান একদল মানুষ। অভিযোগ নায়কের বাড়ির দিকে তাক করে পাথর ছুড়েছেন তাঁরা। রবিবার নায়ক তাঁর সমাজমাধ্যমের পাতায় ভক্তদের উদ্দেশে একটি বার্তা দেন।

ইনস্টাগ্রামে অভিনেতা লিখেছিলেন, “আমি আমার সকল ভক্তকে অনুরোধ জানাব তাঁরা যেন আবেগ প্রকাশের সময় দায়িত্বজ্ঞান বজায় রাখেন, যেমন তাঁরা সব সময়ই করে থাকেন এবং অনলাইন বা অফলাইনে কোনও অশালীন মন্তব্য বা আচরণ করা থেকেও বিরত থাকুন।” সেই সঙ্গে অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন যদি কেউ ভক্ত সেজে ভুয়ো প্রোফাইল থেকে কোনও অশালীন মন্তব্য করেন তাহলে তিনি আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন। আল্লু লেখেন,”এ ধরনের কোনও পোস্টের সঙ্গে জড়িয়ে পড়বেন না।”

৪ তারিখ হায়দরাবাদে আয়োজন করা হয়েছিল বিশেষ প্রিমিয়ারের। যেখানে ‘পুষ্পা ২’ দেখার জন্য উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষ। ভিড় এতটাই যে পুলিশকে ভিড় সামাল দিতে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল। সেখানেই প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা অনুরাগীর। এমনকি তাঁর ছেলের অবস্থাও খুবই সংকটজনক। চিকিত্‍সকরা জানিয়েছেন ওই শিশুর মস্তিষ্কের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কিছু দিন আগে নায়ককে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও পরের দিনই জামিনে ছাড়া পান আল্লু। নায়ক হাত জোড় করে জানিয়েছিলেন, দুর্ঘটনাগ্রস্ত সেই পরিবারের পাশে আছেন তিনি। প্রয়োজনে সেই আহত শিশুর সব দায়িত্ব নিতে প্রস্তুত অভিনেতা।

Next Article