টোটা রায় চৌধুরী। বরাবরই তিনি শরীরচর্চা সম্পর্কে সচেতন। টলিপাড়ায় একাধিক ভাল চরিত্র তিনি দর্শকদের উপহার দিয়েছেন। কেরিয়ারের মধ্য গগণে এসে কিছুদিনের বিরতি। না, এ বিরতি তিনি চাননি, অদ্ভুতভাবে তিনি করতে চান এমন কোনও চরিত্র তাঁর কাছে যথা সময় পৌঁছায়নি। যা তিনি পেয়েছিলেন, সেগুলো হয়তো তিনি করতে চাননি। তবে এই অপেক্ষার মাঝে কোথাও গিয়ে যেন টোটা রায় চৌধুরীর শরীরচর্চায় কোনও ফাঁক দেখা যায়নি। নিজেকে ফিট রাখা, নিজের যত্ন নেওয়া, ডায়েটে নজর রাখা, সবটাই করেছিলেন নিয়ম করে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়।
সেখানেই নিত্য শরীরচর্চার ভিডিয়ো থেকে ছবি শেয়ার করে সকলকে অনুপ্রাণিত করতেন তিনি। তিনি কতটা ফিট, তার প্রমাণ মেলে সেই সকল ক্লিপিং থেকেই। নিয়ম করে জিমে দৌড় নয়। বাড়িতেই যোগা থেকে শুরু করে ব্যয়াম, নিত্যদিন অভ্যাস করে থাকেন টলিপাড়ার নতুন ফেলুদা। এবার সেই টোটা রায়চৌধুরী দিয়ে দিলেন এক মজার ঠিকানার খোঁজ। শরীরচর্চা নিয়ে দিন দিন সচেতন হচ্ছে সাধারণ মানুষ। কম বেশি সকলেই এই বিষয় যথাসম্ভব নজর দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু জিমের পিছনে প্রচুর ব্যয়।
বিনাপয়সায় সেই জিমের খোঁজ দিয়েছিলেন একবার টোটাই। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছিলেন, প্রাকৃতিক জিম। ২৪ ঘণ্টা খোলা। সদস্যপদের খরচ শূন্য। কোনও অযুহাত নেই, কেবল কঠোর পরিশ্রম। একটি গাছের ডালে ঝুলে শরীরচর্চা করতে দেখা যায় তাঁকে। সেই ভিডিয়ো শেয়ার করেই তিনি এই মন্তব্য করেন। তিনি একা নন, বহু অভিনেতাকেই বলতে শোনা যায়, শুটিং-এর জন্য দূরে কোথাও গিয়ে শরীরচর্চার সঠিক ব্যবস্থা না পেলে গাছের ডালই যথেষ্ট। তবে শরীর চর্চায় কোনও ফাঁক রাখা যাবে না।