১। গেন্দা ফুল- ‘বড় লোকের বিটি লো’, বাংলার এই লোকসঙ্গীতকে একদম অন্যভাবে অ্যারেঞ্জ করে ‘গেন্দা ফুল’ রিলিজ করেছিলেন র্যাপার বাদশা। গান গেয়েছিলেন পায়েল দেব। আর ভিডিওতে দেখা গিয়েছিল জ্যাকলিন ফার্নান্ডেজকে। বিস্তর জল্পনা হয়েছিল এই গান নিয়ে। সমালোচনাও হয়েছিল ব্যাপক। গানের আসল শিল্পী রতন কাহারকে কোনও ক্রেডিট না দেওয়া নিয়েই শুরু হয়েছিল ঝামেলা। পরে অবশ্য গানের স্রষ্টা হিসেবে বাংলার লোকশিল্পী রতন কাহারের কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান বাদশা।
২। ‘বড় লোকের বিটি লো’- রতন কাহারের নাম প্রকাশ্যে আসার পর ইমন চক্রবর্তী, বিক্রম ঘোষ এবং রতনবাবু একসঙ্গে ফের একটি ভিডিও বানান। সেখানে আবার বড় লোকের বিটি হিসেবে দেখা গিয়েছিল সদ্য বিবাহিতা দেবলীনা কুমারকে। গান গেয়েছিলেন ইমন এবং রতনবাবু। আর ইন্সট্রুমেন্টেশনে ছিলেন বিক্রম ঘোষ।
৩। ‘ও সনম’- বছর শেষে ফের ভাইরাল হয়েছে ৯০’-এর দশক মাতানো লাকি আলির অন্যতম জনপ্রিয় গান ‘ও সনম’। ফেসবুকে নিজের পেজে প্রথমে একদিন এই গান গেয়েছিলেন লাকি নিজেই। গায়কের ভক্ত মহলে ব্যাপক সাড়া জাগিয়েছিল সেই গান। এরপর গোয়ায় খোলা আকাশের নীচে নিছক আড্ডার মতো করে ‘ও সনম’ গেয়ে কনসার্ট করেছিলেন লাকি আলি। গায়ককে ঘিরে বসেছিলেন তাঁর অনুরাগীরা। কেউ বাজাচ্ছিলেন, কেউ বা গলা মেলাচ্ছিলেন লাকি আলির সঙ্গে। নতুন করে ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই প্লেলিস্টেই এখন লুপে বাজছে লাকি আলির ‘ও সনম’।
৪। ‘ছিঁছোড়ে’ এবং ‘দিল বেচারা’- ২০২০ সালের অন্যতম মর্মান্তিক ঘটনা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। অভিনেতার প্রয়াণের পর থেকেই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তাঁর অভিনীত ছবি বারবার দেখানো হয়েছে। এই সবের পাশাপাশি বারবার করে লোকমুখে ফিরেছে সুশান্তের দুটি ছবি দুটি জনপ্রিয় গান। একটি ‘ছিঁছোড়ে’ ছবি ‘খেয়রিয়ৎ পুছো’, অন্যটি ‘দিল বেচারা’ ছবির ‘ম্যায় তুমহারা’। এছাড়া সুশান্তের কেরিয়ারের অন্যতম সফল ছবি ‘ধোনির বায়োপিক’ বারবার দেখানো হয়েছে বিভিন্ন চ্যানেলে। ভাইরাল হয়েছে, ‘ছিঁছোড়ে’, ‘এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’, ‘দিল বেচারা’-র বিভিন্ন দৃশ্য। সুশান্তের শেষ ছবি দর্শকদের জন্য ফ্রিতে দেখার বন্দোবস্ত করেছিল ডিজনি হটস্টার।
৫। লুডো- কলার টিউন হিসেবে এই বছর সবচেয়ে জনপ্রিয় হয়েছে অনুরাগ বসুর ‘লুডো’ ছবির দুটি গান। প্রীতমের সুরে ‘ইয়া তো বরবাদ কর দো’ এবং, ‘হরদম হমদম’—- এই দুটো গান কলার টিউন হিসেবে সেট করেছেন অনেকেই। নেটফ্লিক্সে রিলিজ হওয়া ছবি ‘লুডো’-র জনপ্রিয়তাও ব্যাপক। অনুরাগ বসুর পরিচালনার পাশাপাশি সমস্ত কলাকুশলীদের নিখুঁত অভিনয়ের প্রশংসা করেছেন সিনেমা প্রেমীরা।
৬। ‘টুম্পা সোনা’- বছর শেষে চমক দিয়েছে ‘টুম্পা সোনা’। যে হারে এই গান ভাইরাল হয়েছে তার জেরে এখনও এই গান শোনেননি এমন বোধহয় কেউ নেই। লোকমুখে ফিরছে লিরিক্স। মজা করে লেখা হয়েছে প্যারোডিও। সায়ন-দীপাংশু জুটিকে নতুন ভাবে দেখা গিয়েছে ‘রেস্ট ইন প্রেম’ সিরিজের এই গানে। ভুত হলেও ‘টুম্পা’ ওরফে সুমনা দাসের জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। আর ভাইরাল হওয়া এই গানের গীতিকার এবং গায়ক আরবকেও এখন লোকে চিনতে পারছেন একডাকে।
১। গেন্দা ফুল- ‘বড় লোকের বিটি লো’, বাংলার এই লোকসঙ্গীতকে একদম অন্যভাবে অ্যারেঞ্জ করে ‘গেন্দা ফুল’ রিলিজ করেছিলেন র্যাপার বাদশা। গান গেয়েছিলেন পায়েল দেব। আর ভিডিওতে দেখা গিয়েছিল জ্যাকলিন ফার্নান্ডেজকে। বিস্তর জল্পনা হয়েছিল এই গান নিয়ে। সমালোচনাও হয়েছিল ব্যাপক। গানের আসল শিল্পী রতন কাহারকে কোনও ক্রেডিট না দেওয়া নিয়েই শুরু হয়েছিল ঝামেলা। পরে অবশ্য গানের স্রষ্টা হিসেবে বাংলার লোকশিল্পী রতন কাহারের কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান বাদশা।
২। ‘বড় লোকের বিটি লো’- রতন কাহারের নাম প্রকাশ্যে আসার পর ইমন চক্রবর্তী, বিক্রম ঘোষ এবং রতনবাবু একসঙ্গে ফের একটি ভিডিও বানান। সেখানে আবার বড় লোকের বিটি হিসেবে দেখা গিয়েছিল সদ্য বিবাহিতা দেবলীনা কুমারকে। গান গেয়েছিলেন ইমন এবং রতনবাবু। আর ইন্সট্রুমেন্টেশনে ছিলেন বিক্রম ঘোষ।
৩। ‘ও সনম’- বছর শেষে ফের ভাইরাল হয়েছে ৯০’-এর দশক মাতানো লাকি আলির অন্যতম জনপ্রিয় গান ‘ও সনম’। ফেসবুকে নিজের পেজে প্রথমে একদিন এই গান গেয়েছিলেন লাকি নিজেই। গায়কের ভক্ত মহলে ব্যাপক সাড়া জাগিয়েছিল সেই গান। এরপর গোয়ায় খোলা আকাশের নীচে নিছক আড্ডার মতো করে ‘ও সনম’ গেয়ে কনসার্ট করেছিলেন লাকি আলি। গায়ককে ঘিরে বসেছিলেন তাঁর অনুরাগীরা। কেউ বাজাচ্ছিলেন, কেউ বা গলা মেলাচ্ছিলেন লাকি আলির সঙ্গে। নতুন করে ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই প্লেলিস্টেই এখন লুপে বাজছে লাকি আলির ‘ও সনম’।
৪। ‘ছিঁছোড়ে’ এবং ‘দিল বেচারা’- ২০২০ সালের অন্যতম মর্মান্তিক ঘটনা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। অভিনেতার প্রয়াণের পর থেকেই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তাঁর অভিনীত ছবি বারবার দেখানো হয়েছে। এই সবের পাশাপাশি বারবার করে লোকমুখে ফিরেছে সুশান্তের দুটি ছবি দুটি জনপ্রিয় গান। একটি ‘ছিঁছোড়ে’ ছবি ‘খেয়রিয়ৎ পুছো’, অন্যটি ‘দিল বেচারা’ ছবির ‘ম্যায় তুমহারা’। এছাড়া সুশান্তের কেরিয়ারের অন্যতম সফল ছবি ‘ধোনির বায়োপিক’ বারবার দেখানো হয়েছে বিভিন্ন চ্যানেলে। ভাইরাল হয়েছে, ‘ছিঁছোড়ে’, ‘এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’, ‘দিল বেচারা’-র বিভিন্ন দৃশ্য। সুশান্তের শেষ ছবি দর্শকদের জন্য ফ্রিতে দেখার বন্দোবস্ত করেছিল ডিজনি হটস্টার।
৫। লুডো- কলার টিউন হিসেবে এই বছর সবচেয়ে জনপ্রিয় হয়েছে অনুরাগ বসুর ‘লুডো’ ছবির দুটি গান। প্রীতমের সুরে ‘ইয়া তো বরবাদ কর দো’ এবং, ‘হরদম হমদম’—- এই দুটো গান কলার টিউন হিসেবে সেট করেছেন অনেকেই। নেটফ্লিক্সে রিলিজ হওয়া ছবি ‘লুডো’-র জনপ্রিয়তাও ব্যাপক। অনুরাগ বসুর পরিচালনার পাশাপাশি সমস্ত কলাকুশলীদের নিখুঁত অভিনয়ের প্রশংসা করেছেন সিনেমা প্রেমীরা।
৬। ‘টুম্পা সোনা’- বছর শেষে চমক দিয়েছে ‘টুম্পা সোনা’। যে হারে এই গান ভাইরাল হয়েছে তার জেরে এখনও এই গান শোনেননি এমন বোধহয় কেউ নেই। লোকমুখে ফিরছে লিরিক্স। মজা করে লেখা হয়েছে প্যারোডিও। সায়ন-দীপাংশু জুটিকে নতুন ভাবে দেখা গিয়েছে ‘রেস্ট ইন প্রেম’ সিরিজের এই গানে। ভুত হলেও ‘টুম্পা’ ওরফে সুমনা দাসের জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। আর ভাইরাল হওয়া এই গানের গীতিকার এবং গায়ক আরবকেও এখন লোকে চিনতে পারছেন একডাকে।