সঞ্জয় দত্তের মাদকাসক্তি নিয়ে মুখ খুললেন মেয়ে ত্রিশলা

Dec 11, 2020 | 8:23 PM

নিয়মিত মাদক নিতেন অভিনেতা সঞ্জয় দত্ত। বেশ অনেকটা সময় বিদেশে রিহ্যাব সেন্টারেও কাটিয়েছেন তিনি। মৃত্যু এসে কড়া নেড়েছিল তাঁর দরজায়।

সঞ্জয় দত্তের মাদকাসক্তি নিয়ে মুখ খুললেন মেয়ে ত্রিশলা
বাবার সঙ্গে ত্রিশলা।

Follow Us

নিয়মিত মাদক নিতেন অভিনেতা সঞ্জয় দত্ত। বেশ অনেকটা সময় বিদেশে রিহ্যাব সেন্টারেও কাটিয়েছেন তিনি। মৃত্যু এসে কড়া নেড়েছিল তাঁর দরজায়। মা নার্গিসের আকস্মিক মৃত্যুর পর ড্রাগের নেশায় আরও বেশি নিমজ্জিত হতে থাকেন তিনি। এ বার বাবার মাদকাসক্তি নিয়েই মুখ খুললেন অভিনেতার বড় মেয়ে ত্রিশলা। জানালেন, কীভাবে প্রতি দিন এই রোগের সঙ্গে যুঝতে হয় বাবা সঞ্জয় দত্তকে।

ত্রিশলা নিজে মনোবিদ। ইনস্টাগ্রামে এক ব্যবহারকারী তাঁকে সঞ্জয় দত্তের মাদকাসক্তি নিয়ে প্রশ্ন করলে তিনি লেখেন, “সবার প্রথমে মাথায় রাখা উচিত মাদকাসক্তি কিন্তু একটি ক্রনিক অসুখ। ক্ষতি হচ্ছে জেনেও যা বন্ধ রাখা সমস্যার। বারবার মাদক নেওয়ার ফলে মস্তিষ্কে নানা পরিবর্তন আসতে পারে।”। বাবা সঞ্জয় দত্ত সম্পর্কে ত্রিশলার বক্তব্য, “এটা এমনই এক অসুখ যার সঙ্গে প্রতিনিয়ত আমার বাবাকে যুদ্ধ করতে হয়। যদিও এখন সে এসব থেকে বহু দূরে। সমস্যা যে হচ্ছে তা সবার সামনে খুলে বলার জন্য আমি বাবার জন্য গর্ববোধ করি।”

আরও পড়ুন- তিন পেরিয়ে আর এক নতুন তিনের অপেক্ষায় বিরুষ্কা


নিজের মাদকের আসক্তির কথা কোনওদিনই লুকোননি সঞ্জয়। তাঁর বায়োপিক ‘সঞ্জু’তেও খুল্লামখুল্লা বলা হয়েছে তাঁর ড্রাগ-অ্যাডিকশনের কথা। সঞ্জয় একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, “সকালবেলা ছিল। আমার খুব খিদে পেয়েছিল। আমার মা তখন মারা গিয়েছেন। আমি বাড়ির পরিচারককে ডেকে কিছু খাবার দিতে বলি। সে আমায় জানান, ‘ দু’দিন হয়ে গিয়েছে আপনি কিছু খাননি’। আমি দৌড়ে বাথরুমে চলে যাই। আয়নায় নিজেকে দেখে চমকে যাই। মৃত্যু যেন সামনে চলে এসেছিল আমার। নাক-মুখ থেকে রক্ত পড়ছিল”।

যদিও সে সব এখন অতীত। স্ত্রী মান্যতা এবং সন্তানের দিনে আপাতত শান্তিতে আছেন তিনি। সম্প্রতি স্টেজ থ্রি লাং ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন সঞ্জুবাবা। চিকিৎসা চলেছে। এখন আগের থেকে অনেকটাই ভাল আছেন তিনি।

 

Next Article