SVF মিউজিক-এর নয়া উদ্যোগ বাংলার গান ইন্ডিজ়। একটা সময় ছিল, যখন ছবির গানের পাশাপাশি আধুনিক গান, অ্যালবাম বেশ জনপ্রিয় ছলি। দিন দিন সেই প্রথা হারিয়ে যেতে দেখা যায় বাংলার বুক থেকে। তবে বাংলার বুকে গায়ক-গায়িকাদের আশাভরসা হয়ে দাঁড়ায় কেবলই ছবির গান। তবে হাতে গোনা ছবিতে কতই বা নতুন মুখেদের সুযোগ করে দেওয়া যায়? এবার এই নতুন প্রজন্ম, নতুন প্রতিভাদের কথা ভেবে SVF মিউজিকের এই প্রয়াস। যা হাসি এনে দিয়েছে বহু গায়ক গায়িকার মুখে। TV9 বাংলা ‘লাইফস্টাইল এক্সপো’-র শেষ দিনে হাজির সেই টিম। সকলের সঙ্গে এদিন নিজেদের আবেগভাগ করে নিলেন মৈনাক ভট্টাচার্য, প্রলয় সরকার, দেবায়ন বন্দ্যোপাধ্যায়, অনীশ আহমেদরা।
৯ ফেব্রুয়ারি থেকে মিলন মেলায় শুরু হয়েছে TV9 বাংলা আয়োজিত ‘লাইফস্টাইল এক্সপো’। প্রাঙ্গনে হইহই করে চলল গানবাজনা, খাওয়া-দাওয়া, কেনাবেচার, ভারতের অন্যতম বড় প্রদর্শনী, যেখানে নিত্যদিন সেলেবদের ছিল আনাগোনা। শেষদিনে আরও জমে উঠল আসর। সামনেই সরস্বতীপুজো, প্রেমদিবস, তারই আমেজ গায়ে মেখে শহর কলকাতার বুকে সেজে উঠেছিল ‘লাইফস্টাইল এক্সপো’। শেষদিনে সেই সেলিব্রেশনে সেখানে গানে গানে সকলের মন ভরিয়ে দিলেন মৈনাক ভট্টাচার্য, প্রলয় সরকার, দেবায়ন বন্দ্যোপাধ্যায়, অনীশ আহমেদরা।
এদিন সন্ধ্যায় মিলন মেলায় এসে তাঁরা SVF-এর এই উদ্যোগ নিয়ে মুখ খোলেন। SVF মিউজিক সিদ্ধান্ত নেয়, প্রতি মাসে এমনই নতুন চার থেকে পাঁচ নতুন গান তাঁরা মুক্তি করবে। জেনজ়েড-এর কাছে যা এক উন্মুক্ত বাতাসের মতো। এদিন সন্ধ্যায় ‘লাইফস্টাইল এক্সপো’-র মঞ্চে তাঁরা চারটি গানও উপস্থাপনা করেন। ‘তুমি যাও’ (ঈশান মিত্রের গান), ‘শুধুই আজ এখন’ (মৈনাক ভট্টাচার্যের গান), ‘সাওয়ারিয়া’ (প্রলয় সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের গান) ও ‘রাত হলে’ (দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের গান)। দর্শকেরা প্রতিটা গান ভীষণ আনন্দের সঙ্গে গ্রহণ করেন। সকলের সেই উচ্ছ্বাস উৎসাহ বাড়িয়ে তোলে গায়কদেরও।
TV9 বাংলাকে তাঁরা বললেন, ”অনেক ধন্যবাদ TV9 বাংলাকে এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। দারুণ অভিজ্ঞতা, একপ্রকার লোভে পড়েই আগে চলে এলাম আমরা। কৃতজ্ঞ SVF মিউজিকের কাছে, তারা আমাদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। সকলকে সুযোগ করে দিচ্ছেন।”