আরও একবার ফিরল ভারতের এক নম্বর নিউজ নেটওয়ার্ক TV9-এর বার্ষিক সম্মেলন ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’। আজ, রবিবার ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তৃতীয় দিন অর্থাৎ ২৭ তারিখ থাকছে ‘সত্তা সম্মেলন’। প্রথমেই বক্তব্য রেখেছেন TV9 Network-এর এমডি সিইও বরুণ দাস। এরপর তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাষণ দিয়ে শুভারম্ভ হয়েছে এই অনুষ্ঠানের। প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে TV9 নেটওয়ার্কের এই অনুষ্ঠান। রাজধানীর বুকে এ যেন চাঁদের হাট! হাজির রয়েছেন বলিউড তারকা থেকে দেশ-বিদেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব। এদি্ন দক্ষিণী ছবির অন্য়তম জনপ্রিয় তারকা আল্লু অর্জুনকে বিশেষ সম্মানে সম্মানিত করেছে TV9 Network।
দক্ষিণী ছবিকে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছেন আল্লু অর্জুন। ‘পুষ্পা দ্য রাইজ’ ছবির হাত ধরে আলোচোনায় উঠে এসেছেন আল্লু। বক্স অফিসে এক কথায় সোনা ফলিয়েছে এই ছবি। আয় করেছে প্রায় ৫০০ কোটির বেশি টাকা। এই ছবি আল্লু অর্জুনের কেরিয়ারে নয়া মোড় এনে দিয়েছে বলা চলে। এ বার Tv9 Network-এর দ্বিতীয় প্রয়াস ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-এর আসরে দক্ষিণী সুপারস্টারকে নক্ষত্র সম্মানে সম্মানিত করা হয়। ‘পুষ্পা ২’ ছবির শুটিং থাকার দরুণ সশরীরে হাজির থাকতে পারেননি আল্লু। ভিডিয়ো বার্তা দেন।
অ্যাওয়ার্ড হাতে, TV9 Network-কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভিডিয়ো বার্তায় আল্লু বলেন, “আমায় এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মঞ্চে উপস্থিত থাকতে পারলে আরও ভাল লাগত। বর্তমানে ‘পুষ্পা ২’-এর শুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় যেতে হাজির থাকতে পারলাম না।” সবশেষে তাঁর এই সাফল্য ফ্যানেদের উৎসর্গ করেছেন তিনি। আল্লুর কথায়, “আমার এই সাফল্য আমি আমার ভক্তদের উৎসর্গ করলাম।”