AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দুধ খেতে খেতে ক্লান্ত! সত্যজিৎ কেন শুটিং ফ্লোরে একগাদা দুধ খাইয়ে ছিলেন তোপসেকে?

সত্যজিতের এই পারফেকশনের জন্য অনেক সময়ই বিপাকে পড়তেন অভিনেতারা। এই যেমন সত্যজিতের তোপসে অভিনেতা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। সোনার কেল্লা ছবির একটি দৃশ্যের জন্য মাত্র সাড়ে তিন মিনিটে প্রায় ৪ গ্লাস দুধ খেতে ফেলেছিলেন তিনি!

দুধ খেতে খেতে ক্লান্ত! সত্যজিৎ কেন শুটিং ফ্লোরে একগাদা দুধ খাইয়ে ছিলেন তোপসেকে?
| Updated on: Jun 25, 2025 | 2:17 PM
Share

শুটিংয়ের সময় কোনও সমঝোতা পছন্দ ছিল না সত্যজিৎ রায়ের। যেমনটি আগে থেকে ছকে রেখেছিলেন, সেটা যতক্ষণ না ক্য়ামেরায় তুলে ধরছেন, ততক্ষণ শান্তি পেতেন না তিনি। তাঁর জন্য গোটা একটা দিন কেটে গেলেও, পারফেক্ট শট তাঁর চাই-ই-চাই। আর সত্যজিতের এই পারফেকশনের জন্য অনেক সময়ই বিপাকে পড়তেন অভিনেতারা। এই যেমন সত্যজিতের তোপসে অভিনেতা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। সোনার কেল্লা ছবির একটি দৃশ্যের জন্য মাত্র সাড়ে তিন মিনিটে প্রায় ৪ গ্লাস দুধ খেতে ফেলেছিলেন তিনি!

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। ১৯৭৪ সালে মুক্তি পায় সত্যজিৎ রায়ের সোনার কেল্লা। এই ছবিতে তোপসের চরিত্রে হাতেখড়ি সিদ্ধার্থ চট্টোপাধ্য়ায়ের। শুটিং চলছিল ব্রেকফাস্ট টেবিলে তোপসে ও তাঁর মা-বাবার একটি দৃশ্যে। যে দৃশ্য়ে একগ্লাস দুধ খেয়ে পাউরুটি হাতে নিয়ে দরজা খুলবে তোপসে। সত্যজিৎ রায় অ্য়াকশন বলতেই তোপসে চুমুক দিল দুধের গ্লাসে। কিন্তু পুরো গ্লাস শেষ হওয়ার আগেই কাট। এই একই দৃশ্য বার বার শুটিং করলেন সত্যজিৎ। নাহ, তোপসের ভুল নয়। বরং সিনেমায় তোপসের মা-বাবা চরিত্রে যাঁরা অভিনয় করেছিলেন, তাঁরা সঠিকভাবে সংলাপ বলতে না পারার কারণেই বার বার রিটেক। আর যতবারই রিটেক, ততবারই দুধের গ্লাস ভরে নিয়ে চুমুক দিচ্ছিলেন সিদ্ধার্থ।

আড্ডা স্টেশন ইউটিউবে সাক্ষাৎকার দিতে গিয়ে, সিদ্ধার্থ চট্টোপাধ্যায় জানালেন, ”দৃশ্যটা ঠিক না হওয়ায় আবার আমাকে দুধ খেতে হয়েছিল। এভাবে আমার ৪ গ্লাস দুধ খাওয়া হয়ে গিয়েছিল মাত্র কয়েক মিনিটের ব্যবধানে। আমার তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। বমি বমি ভাব। সত্য়জিৎ রায়ও বুঝতে পেরেছিলেন। তাই পরে আমাকে বলল, তোকে আর দুধ খেতে হবে না, অনেক খেয়েছিস। আমি ম্য়ানেজ করে দেব এডিটের সময়। ”