সোফায় বসে সুচিত্রা সেন, মহানায়িকার পায়ের সামনে ফুল হাতে হাঁটু গেরে বসে রাজ কাপুর! সেদিন ফাঁকা ঘরে যা হয়েছিল তা চমকে দেওয়ার মতো
দেব আনন্দের সঙ্গে বম্বই কা বাবু সুপারহিট। এরপর বহু বছর পেরিয়ে সঞ্জীব কুমারের সঙ্গে 'আঁধি' ছবি হইচই ফেলে দিয়েছিল বলিউডে। উত্তম কুমার, সুপ্রিয়া চৌধুরীরা বলিউডে যে জায়গা করে উঠতে পারেননি, সুচিত্রা কিন্তু হেসেখেলে সেই জমি খুঁজে নিয়েছিলেন মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

শোনা যায়, সুচিত্রা সেন শুটিং ফ্লোরে পা দিলেই নাকি চারিদিক একেবারে তটস্থ হয়ে থাকত। মিসেস সেনের এমনই রোয়াব ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। শুধুই টলিউডে নয়, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতেও একসময় সুচিত্রা ম্য়াজিকে বুঁদ ছিল সকলে। একে তো দিলীপ কুমারের সঙ্গে দেবদাস হিট। দেব আনন্দের সঙ্গে বম্বই কা বাবু সুপারহিট। এরপর বহু বছর পেরিয়ে সঞ্জীব কুমারের সঙ্গে ‘আঁধি’ ছবি হইচই ফেলে দিয়েছিল বলিউডে। উত্তম কুমার, সুপ্রিয়া চৌধুরীরা বলিউডে যে জায়গা করে উঠতে পারেননি, সুচিত্রা কিন্তু হেসেখেলে সেই জমি খুঁজে নিয়েছিলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আর সেই কারণেই মহানায়িকার দাপট ছিল দেখার মতো। এমনকী, মহানায়িকার সেই দাপটে কাত হয়েছিলেন স্বয়ং রাজ কাপুরও।
সেই সময়কার এক বিনোদনমূলক ম্য়াগাজিনের হেডলাইন কেড়ে নিয়েছিল একটি খবর। ছবির অফার করায় রাজ কাপুরকে সোজা না বলে দিয়েছিলেন সুচিত্রা। এমনকী, রাজের হাজার অনুরোধকেও পাত্তা দেননি মহানায়িকা। তবে এই ঘটনার নেপথ্য়ে ছিল আরও এক ঘটনা। যা কিনা ঘটে ছিল বন্ধ ঘরের ভিতর।
বহু বছর আগে সুচিত্রা সেনই এক ম্য়াগাজিনকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন, রাজ কাপুরের বিপরীতে একটি ছবির অফার পেয়েছিলাম। সেই অফারে না করায়, রাজ কাপুর নিজেই মুম্বইয়ের বাড়িতে হাজির হন। হাতে এক গোছা লাল গোলাপ। আমি সোফায় বসতেই, ফুল হাতে হাঁটু গেরে বসে পড়েন। বার বার অনুরোধ করেন ছবিটা করার জন্য। রাজের এমন ব্যবহার আমার একেবারেই পছন্দ হয়নি। বরং বিরক্ত লেগেছিল। সেই কারণেই রাজকে বলে দিই, এই ছবি আমার করা সম্ভব নয়। এর পরিবর্তে অন্য কাউকে নিয়ে নিন। শোনা যায়, ছবির চিত্রনাট্যে অনেক অন্তরঙ্গ দৃশ্য থাকার কারণেই নাকি সুচিত্রা, রাজ কাপুরকে সোজা না বলে দিয়েছিলেন। এমনকী, রাজ কাপুর ঘরে আসার পরই ভদ্রতা বজায় রেখে, সেই কথাই স্পষ্ট বলেছিলেন সুচিত্রা।
শোনা যায়, রাজ কাপুর নাকি সঙ্গম ছবির জন্যই সুচিত্রাকে কাস্ট করতে চেয়েছিলেন। এই ছবিতে উত্তমকেও নাকি প্রথম অফার করেছিলেন। উত্তম ও সুচিত্রা দুজনেই না করে দেন। পরে এই ছবি রাজের সঙ্গে অভিনয় করেন, রাজেন্দ্র কুমার ও বৈজন্তীমালা।
