AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিষেককে আচমকা জড়িয়ে ধরলেন রেখা! তারপর কানে ফিসফিস, কী বললেন বচ্চন প্রেমিকা?

অমিতাভের পুত্রবধূ ঐশ্বর্যর সঙ্গে দারুণ সম্পর্ক রেখার। ঐশ্বর্য তো রেখাকে মা বলেই ডাকেন। তবে বাবার মতোই অভিষেক রেখাকে দূর থেকেই দেখেন।

অভিষেককে আচমকা জড়িয়ে ধরলেন রেখা! তারপর কানে ফিসফিস, কী বললেন বচ্চন প্রেমিকা?
| Updated on: Aug 02, 2025 | 1:22 PM
Share

অমিতাভ-রেখা। বলিউডের এই জুটির প্রেম যেন এক কাব্য। তাঁদের প্রেম বিয়ে পর্যন্ত গড়ায়নি। বরং জয়া বচ্চনকে বিয়ে করার পর, রেখা অমিতাভের থেকে দূরত্ব বাড়িয়েছে। অন্যদিকে, অমিতাভও যেন রেখার উপস্থিতি দেখতেই পান না। কোনও ফিল্মি পার্টিতে দেখা হলেও, একে অপরকে এড়িয়ে যান। তবে অমিতাভের পুত্রবধূ ঐশ্বর্যর সঙ্গে দারুণ সম্পর্ক রেখার। ঐশ্বর্য তো রেখাকে মা বলেই ডাকেন। তবে বাবার মতোই অভিষেক রেখাকে দূর থেকেই দেখেন। কাছে আসতে মন চাইলেও, বিতর্কের কারণেই এড়িয়ে যান। তবে সম্প্রতি এমন দৃশ্যের সাক্ষী হল গোটা বলিউড, যা দেখে সবাই হতবাক।

সম্প্রতি এক ফিল্মি পার্টিতে হাজির হয়েছিলেন রেখা ও অভিষেক। সেখানেই অভিষেককে মঞ্চে দেখে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরলেন। কথাও বললেন কিছুক্ষণ। করলেন কুশল বিনিময়ও। এমনকী, ভিডিওতে দেখা গেল, অভিষেকের কানে কানে কী একটা জানি বলছেন রেখা। তবে চুপি চুপি জুনিয়ার বচ্চনকে কী মন্তর দিলেন তা জানা যায়নি।  তারপর যে যাঁর মতো মঞ্চ থেকে নেমে গেলেন। এই দৃশ্য দেখেই বলিউডের নিন্দুকরা বলছেন, রেখা হয়তো দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন। অমিতাভকে তো কাছে পাননি বহু বছর। তাই অভিষেকের মধ্যেই খুঁজছেন প্রাণপুরুষ বিগ বিকে।

এর আগে রেখা কিন্তু এক সাক্ষাৎকারে অভিষেককে নিজের ছেলে এবং ঐশ্বর্যকে পুত্রবধূ সম্বোধন করেছিলেন। তবে রেখার মুখে একথা শুনে জয়া মোটেই খুশি হননি।