Uorfi Javed: উরফির স্বপ্নের পুরুষ বলিউডের এই নায়ক,অভিনেতাকে কী প্রশ্ন করেছিলেন তিনি?
Uorfi: তাঁর ফ্যাশন নিয়ে এমনিতে আলোচনার শেষ নেই। কখনও তাঁর পোশাক থেকে আগুন বার হয়। কখনও আবার তাঁর পোশাক থেকে প্রজাপতি উড়তে থাকে। বার বার নিজের কর্মকাণ্ডের জন্য বার বার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তাঁর নাম। কারও কোনও প্রশ্নের সটান উত্তরও পাওয়া যায় তাঁর মুখ থেক। কিন্তু জানেন কি, বলিপাড়ার নায়ক তাঁকে পুরো চুপ করিয়ে দিয়েছিল।
তাঁর ফ্যাশন নিয়ে এমনিতে আলোচনার শেষ নেই। কখনও তাঁর পোশাক থেকে আগুন বার হয়। কখনও আবার তাঁর পোশাক থেকে প্রজাপতি উড়তে থাকে। বার বার নিজের কর্মকাণ্ডের জন্য বার বার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তাঁর নাম। কারও কোনও প্রশ্নের সটান উত্তরও পাওয়া যায় তাঁর মুখ থেক। কিন্তু জানেন কি, বলিপাড়ার নায়ক তাঁকে পুরো চুপ করিয়ে দিয়েছিল। শুনলে অবাক হয়ে যাবেন। এক সাক্ষাত্কারে সে কথাই বলেছেন অভিনেত্রী।
উরফির মুখ থেকে এই নায়কের নাম শুনে অনেকে অবাকও হয়েছিলেন। তিনি কে? সম্প্রতি একটি সাক্ষাত্কারে নিজের জীবনের এমনই এক গোপন তথ্য ফাঁস করেছেন উরফি। তিনি বলেন,”অর্জুন কাপুরের প্রতি আমার মনে একটু বিশেষ ব্যথা রয়েছে। আমার তাঁর সঙ্গে দেখা হয়েছে মাত্র দু’বার দুটো পার্টিতে। কিন্তু ওনার সামনে আমি কোনও কথাই বলতে পারিনি। পুরো চুপ করে গিয়েছিলাম।” জানেন, অর্জুনকে দেখার পর তাঁকে প্রথম কী প্রশ্ন করেছিলেন উরফি? তিনি বলেন,”আপনি সত্যিই জানেন আমার নাম?” উরফির প্রতিক্রিয়ায় নায়কও অবাক হয়ে যান।
উল্লেখ্য, উরফি শুক্রবারও একটি কাণ্ড ঘটিয়েছেন। তাঁর একটি নতুন শো আসছে। যার নাম হল ‘ফলো কর লো ইয়ার’। সেই শো-এরই লঞ্চের অনুষ্ঠান ছিল। সেখানেই একটি দুঃসাহসিক কাণ্ড ঘটিয়েছেন তিনি। যে পোশাকটি পরে তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তাতে লেখা ছিল তাঁর নতুন শো-এর নাম। তা সকলকে বোঝানোর জন্য নিজের জামাতেই আগুন ধরিয়ে দেন তিনি। নতুন কিছু দেখআনোর আশায় আগুনের তাপ, ঝলকানি সব কিছুই সহ্য করেন তিনি। এই কাণ্ডের জন্য কী কী ক্ষতি হয়েছে তাঁর সে কথাও জানান উরফি।