Exclusive: অপেক্ষার অবসান, নতুন পথচলা শুরু, দোলে সুখবর দিলেন দিব্যজ্যোতি
Dibyajyoti Dutta: এবার সেই স্বপ্নপূরণের পালা। দোলের দিন সেই সুখবর এলো সামনে। দিব্যজ্যোতি এবার সৃজিত মুখোপাধ্যায়ের ফ্রেমে। 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে তাঁকে চৈতণ্যদেবের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এদিনই ছবির পোস্টার এলো সামনে।

টেলি দুনিয়ার জনপ্রিয় মুখ দিব্যজ্যোতি দত্ত। বরাবরই অভিনয়ের দাপটে দর্শকদের মন জয় করে এসেছেন তিনি। বরাবর থেকেছেন TRP-র তালিকায় টপে। এবার তাঁর জীবনের স্বপ্নপূরণের পালা। দিব্যজ্যোতি অভিনয়কে ভালবেসে পা রেখেছিলেন ইন্ডাস্ট্রিতে। TV9 বাংলাকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি অভিনয় করে যেতে চাই। সে যে মাধ্যমই হোক না কেন। আমি কাজটাকে ভালবাসি। আমি যেন ক্যামেরার সামনে থাকতে পারি। তার জন্যে যা-যা করতে হয়, আমি ঠিক ততটাই পরিশ্রম করতে রাজি।” চেয়েছেন বড়পর্দায় রাজত্ব করতে। হাসতে-হাসতে বলেছিলেন, কার না ইচ্ছে করে, ছবিতে কাজ করতে! একটা বড় সুযোগ তো প্রতিটা অভিনেতার স্বপ্ন।
এবার সেই স্বপ্নপূরণের পালা। দোলের দিন সেই সুখবর এলো সামনে। দিব্যজ্যোতি এবার সৃজিত মুখোপাধ্যায়ের ফ্রেমে। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে তাঁকে চৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এদিনই ছবির পোস্টার এলো সামনে। যদিও দিব্যজ্যোতি এখনই সবটা সঠিকভাবে জানেন না বলেই দাবি করলেন। TV9 বাংলার তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে এক গাল হাসি নিয়ে অভিনেতা বললেন, “আমি সত্যি ভীষণ আনন্দ পেয়েছি। এমন একটা চরিত্র, এমন কাস্ট, এমন পরিচালক, সবটাই তো আমার কাছে স্বপ্নের মতো। অনেক বড় সুযোগ দেওয়া হয়েছে আমায়। খুব চেষ্টা করছি, পর্দায় যেন আমায় মানায়। কিছু-কিছু চরিত্র এমন থাকে, যেখানে দর্শকেরা সামান্যতম অমিল মেনে নিতে পারেন না। আমার চরিত্রটা ঠিক তেমন। তাই খুব চেষ্টা করছি ছিমছাম ফিগার তৈরি করার। আমার তো ফিগারটা ছিপছিপে নয়, আমায় দেখলে এখন চিনতে পারবেন না। এখনই সবটা বলতে পারছি না, তবে এটুকু বলতে পারি, এটা আমার জন্যে খুব বড় সুযোগ, আমি আমার সবটা উজার করে দেব। একটা বড় প্রজেক্টে জায়গা পাওয়া মানে যে শুধুই নিজেকে প্রমাণ করা, এমনটা নয়, আরও অনেক কিছু শেখার সুযোগ থাকে। সেটাও আমার কাছে খুব বড় পাওনা। বাকিটা ঈশ্বরের হাতে। এমন দিনে, এমন একটা চরিত্রের ঘোষণায় আমি, এ তো আমার কাছে আশীর্বাদের মতো।”
