দীর্ঘদিন বলিউডে নেই ‘রঙ্গিলা’ গার্ল। তবে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় উর্মিলা মাতোন্ডকর Urmila Matondkar। শুধু একজন অভিনেত্রী নন উর্মিলা। রাজনীতিবিদও । গতবছর লোকসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। উর্মিলাকে উত্তর মুম্বই কেন্দ্রে প্রার্থীও করে কংগ্রেস। কিন্তু হেরে যান তিনি। পরে কংগ্রেস থেকে পদত্যাগ করেন উর্মিলা। তবে এ মাসের শুরুতে শিবসেনা দলে যোগ দিয়েছেন উর্মিলা। আশা রাখে মানুষের জন্য কাজ করবেন তিনি।
২০১৬ সালে কাশ্মিরী ব্যবসায়ী মোহসিন আখতার মীরকে বিয়ে করেন উর্মিলা। গত বছর, তিনি অভিযোগ এনেছিলেন উইকিপিডিয়ায় বারবার এডিট করা লেখা হয়েছে যে উর্মিলা ইসলাম গ্রহণ করেন। এছাড়াও, তাঁর স্বামীকে ‘সন্ত্রাসবাদী’ এবং‘ পাকিস্তানি’ বলা হয়েছে।
আর চুপ থাকেননি অভিনেত্রী, সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক’!
আরও বলেন, “ওকে (স্বামী) বলেছে সন্ত্রাসবাদী, পাকিস্তানি। সব কিছুর তো একটা মাত্রা থাকা দরকার। আমার উইকিপিডিয়া পেজে ঢুকে লিখেছে আমার মায়ের নাম রুকসানা আহমেদ আর বাবার নাম শিবিন্দার সিং, এবং তাঁরা দুজন এমন কোথাও থাকেন আমি জানি না। আমার বাবার নাম শ্রীকান্ত মাতোন্ডকর এবং মায়ের নাম সুনিতা মাতোন্ডকর।“
উর্মিলা এও বলেন, “সব থেকে বড় কথা আমার স্বামী মুসলিম নন। কাশ্মিরি মুসলিম। তবে আমরা দুজনেই সমানভাবে নিজেদের ধর্ম অনুসরণ করি। এবং এটা জেনেই আমাকে, তাঁকে এবং তাঁর পরিবারকে ক্রমাদত ট্রোলিং শুরু হয়। এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক।”