প্রেম দিবসে ‘প্রেম’ সেলিব্রেশন: ৯ বলি তারকার
শুভঙ্কর চক্রবর্তী |
Feb 14, 2021 | 5:24 PM
বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা...কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে!
আজ এ বসন্তের দিনে লাভ ইজ ই দ্য এয়ার। প্রেম দিবসে সেলেবদের পোস্টে উপচে পড়ছে হার্ট ইমোজি। কেউ পোস্ট করছেন প্রিয় মানুষের সঙ্গে ছবি তো কারও ভিডিওতে আরও কাছাকাছি তাঁরা। এমন ৯ সেলেবদের পোস্টে উঠে এল প্রেমের মূহূর্ত। জড়ো করল Tv9 বাংলা।
1 / 9
সবে মা হয়েছেন অনুষ্কা। এখন অনেক দায়িত্বের ভার রয়েছে তাঁর উপর। কাজ সামলে সন্তানকে সামলেও বিশেষ দিনে বিরাটের প্রতি তাঁর বার্তা, “আজকের এ বিশেষ দিনে, খুব বড় কিছু নয়। তবে আজকের জন্য সূর্যাস্তে পোজ করা এই ছবির জন্য যথাযথ। এখন এবং আগামী দিনের জন্য তুমিই আমার ভ্যালেন্টাইন”
2 / 9
নতুন বছর সেলিব্রেট করেননি বিপাশা। কারণ বর করণ সিং গ্রোভার ছিলেন না বাড়িতে। তা-ই বিপাশার ভীষণ মন খারাপ ছিল। তবে বছরের প্রথম সেলিব্রেশনে সে মন খারাপ আর নেই। বরের সঙ্গে সেলিব্রেট করলেন ভ্যালেন্টাইন্স ডে। পোস্ট করলেন ভিডিও। একসঙ্গে কেক কাটলেন করণ- বিপাশা। চুমুও খেলেন একে অপরকে। আর করণ? গোটা একটা কবিতা লিখে ফেললেন বিপাশার জন্য।
3 / 9
তাঁদের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা-গুঞ্জন। মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর। বলিউডে অন্যতম চর্চিত কাপল তাঁরা। ভালবাসার দিনে প্রেম বুঁদ হলেন তাঁরাও। ইনস্টাগ্রামে নিজেদের ছবি না পোস্ট করেও হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে দিলেন ভালবাসা। অর্জুন কাপুরের ছবি পোস্ট করলেন মালাইকা তাতে লেখা, ‘লাভ ইজ ইন দ্য এয়ার’
4 / 9
ভ্যালেন্টাইন্স ডে-তে রাজকুমার রাও স্ত্রী পত্রলেখার সঙ্গে এক ছবি পোস্ট করে লেখেন, “আমার জীবন তোমায় ছাড়া অসম্পূর্ণ। আমাকে সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ সবসময় আমাকে আরও ভাল কাজ করতে বাধ্য করো। আর আমাকে পাগলের মতো হাসানোর জন্য ধন্যবাদ। আমার সব খুশি তোমার হয়ে যাক।”
5 / 9
একে অপরের ছবি নিয়মিত পোস্ট করেন রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া। কিন্তু আজকের দিন তো আরেকটু স্পেশাল। তাই আজকের ছবির ক্যাপশানে জেনেলিয়া লিখলেন, “আমি তোমায় প্রতিদিন সেলিব্রেট করব, কারণ আমার সব ভালবাসা, আলিঙ্গন, বিরক্তি এবং আমার বয়স্ক হয়ে ওঠাতেও তুমিই আছো, হ্যাপি ভ্যালেন্টাইনস ডে” আর রীতেশ স্ত্রী জেনেলিয়াকে নিয়ে কুমার শানুর গানে মেলালেন ঠোঁট।
6 / 9
আর হাতে মাত্র কয়েক দিন তারপর আবার মা হবেন করিনা কপুর খান। ভ্যালেন্টাইন্স ডে-তে শুধু বরের ছবি নয় পোস্ট করলেন প্রথম সন্তান তৈমুরেরও ছবি। সইফের সঙ্গে ছবি পোস্ট করে করিনা লেখেন, “এই গোঁফ থাকা সত্বেও তোমাকে আমি ভালবাসি, আমার ফরএবার ভ্যালেন্টাইন’। আর তৈমুরকে পোস্ট করে লেখেন, “তুমি যে শুধু আমার মতো পাউট করতে পারো তা-ই নয় কিন্তু তুমি আমার ইটারনাল ভ্যালেন্টাইন, আমার হৃদস্পন্দন।”
7 / 9
১২ বছরের বিবাহিত জীবন কাটিয়ে এখনও একে অপরের প্রেমে বিভোর শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। প্রেমের দিনে এক মিষ্টি ভিডিও পোস্ট করেন শিল্পা। দুজনের কাটানো বিভিন্ন মুহূর্তের সাজানো সেই ভিডিও। ক্যাপশানে শিল্পা লেখেন, “তখন থেকে আজ অবধি যেন তোমার হাসি না বজলে যায়। আমি তোমায় ভালবাসি আমার কুকি, রাজ কুন্দ্রা। তুমি এবং তুমিই আমার প্রত্যেকদিনের ভ্যালেন্টাইনয কিন্তু আজ তোমাকে শুভেচ্চা জানাই। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।”
8 / 9
গ্লাসগোতে সোনম কাপুর ‘ব্লাইন্ড’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু বর আনন্দ আহুজা ছিলেন তাঁর সঙ্গে। তাঁকে ধন্যবাজ জানিয়ে সোনম পোস্ট করেন এক মিষ্টি ভিডিও। সোনম লেখেন, “আমি বরকে ধন্যবাদ জানাই, ছ’সপ্তাহের মধ্যে পাঁচ সপ্তাহই আমার সঙ্গে ও গ্লাসগোতে কাটাল। রোজ শুটিংয়ের পরে ওঁর কাছে ফিরে আসা আমার কাছে দারুণ এক অনুভূতি। লন্ডনে থেকে কাজ করা ওর পক্ষে আরও সহজ ছিল, তবে ও ভীষণ সাপোর্টিভ, এনকারেজিং এবং উদারমনস্ক একজন সঙ্গী । তোমায় ধন্যবাদ, আনন্দ আহুজা...আমি তোমার প্রশংসা করি এবং আই উইল নেভার টেক ইউ ফর গ্র্যান্টেড। লাভ ইউ।"
9 / 9
শুধুমাত্র এক চিঠিতে একে অপরকে ভ্যালেন্টাইনস ডে উইশ করলেন তাহিরা কাশ্যপ এবং আয়ুষ্মান। চিঠি এবং গোলাপ ফুল পাঠিয়েছেন আয়ুষ্মান। তাতে লেখা, “আমি জানি আমরা এই দিনটি সেলিব্রেট করি না কিন্তু আমাদের দীর্ঘ অ্যাসেসিয়েশন এবং সহকর্মীদের চাপের কারণে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে”। তাহিরা রিপ্লাইয়ে লেখেন “সহকর্মীদের চাপ নিতে হবে না। ফুলগুলোর জন্য ধন্যবাদ। আর যতদিন না আমি আরও টেডি বিয়ার পাচ্ছি, ততদিন আমরা ভাল আছি”