‘কেউ বদলে গিয়েছে, আমি একই রয়েছি’, কাকে বার্তা দিলেন নিখিল?

স্বরলিপি ভট্টাচার্য |

Feb 14, 2021 | 5:03 PM

সম্পর্কে ভাঙন নিয়ে নিখিল বা নুসরত কেউই মুখ খোলেননি প্রকাশ্যে। সদ্য মুক্তি পেয়েছে ব্রাত্য বসু পরিচালিত নুসরত অভিনীত ছবি 'ডিকশনারি'। সেই ছবির প্রিমিয়ারে অভিনেতা যশের সঙ্গে হাজির হয়েছিলেন নুসরত।

‘কেউ বদলে গিয়েছে, আমি একই রয়েছি’, কাকে বার্তা দিলেন নিখিল?
নিখিল জৈন এবং নুসরত জাহান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

Follow Us

নিখিল জৈন (Nikhil Jain)। না! টলিউড (Tollywood) অভিনেত্রী (Actress) তথা সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে বিয়ে হওয়ার আগে পর্যন্ত এই নামের সঙ্গে খুব একটা পরিচিত ছিল না টলিউড। কিন্তু পাকেচক্রে টলি অন্দরের আলোচনায়, জল্পনায় এখন বারবার উঠে আসে এই নাম। ভালবাসার দিনও ব্যতিক্রম নয়।

নুসরত এবং নিখিলের সম্পর্কে ফাটল এখন টলি মহলের অন্যতম জল্পনার বিষয়। শোনা যাচ্ছে, বেশ কয়েক মাস ধরেই নাকি আলাদা থাকছেন এই জুটি। বিয়ের পর প্রায় প্রতিটি জায়গায় নুসরতের সঙ্গী হতেন নিখিল। দু’জনের সোশ্যাল পেজ ভরে থাকত ছবি বা ভিডিওতে। সে সব এখন অতীত। ভ্যালেন্টাইনস ডে-তেও এখনও পর্যন্ত নুসরত সোশ্যাল ওয়ালে কিছু পোস্ট করেননি। অন্যদিকে নিখিলের নতুন পোস্ট নিয়ে ছড়িয়েছে জল্পনা। নিখিল নিজের একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ওহ! আমি দুঃখিত… আমাকে কী যেন প্রমিস করেছিলে তুমি! ফিরে দেখলাম কেউ নতুন ভাবে বদলে গিয়েছে! যাই হোক, আমি কিন্তু একই রয়েছি!’

নিখিলের এই বার্তা ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন টলি মহলের একটা বড় অংশ। এই বার্তা নাকি নুসরতের জন্যই। যদিও সরাসরি তিনি নুসরতকে এখনও পর্যন্ত কিছু বলেননি।

আরও পড়ুন, ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশনে কী করলেন রাজ-শুভশ্রী?

সম্পর্কে ভাঙন নিয়ে নিখিল বা নুসরত কেউই মুখ খোলেননি প্রকাশ্যে। সদ্য মুক্তি পেয়েছে ব্রাত্য বসু পরিচালিত নুসরত অভিনীত ছবি ‘ডিকশনারি’। সেই ছবির প্রিমিয়ারে অভিনেতা যশের সঙ্গে হাজির হয়েছিলেন নুসরত। নিখিলকে সেই অনুষ্ঠানে দেখা যায়নি। নুসরত-নিখিলের দূরত্বের কারণ হিসেবে যশের সঙ্গে নুসরতের নতুন সমীকরণের জল্পনা রয়েছে ইন্ডাস্ট্রিতে। ডিকশনারির প্রিমিয়ারে নুসরত সেই জল্পনাকে আরও উস্কে দিলেন বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুন, ‘হট’ ছবি পোস্ট করলেন ঐন্দ্রিলা, কারণ কি শুধুই ভ্যালেন্টাইনস ডে?

Next Article