‘হট’ ছবি পোস্ট করলেন ঐন্দ্রিলা, কারণ কি শুধুই ভ্যালেন্টাইনস ডে?

‘ম্যাজিক’ মুক্তির আগে এক নতুন পোষ্যকে বাড়িতে নিয়ে এসেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তার নাম ‘আলু’। জন্মদিনটা পরিবার এবং বন্ধুদের সঙ্গেই কাটাবেন অঙ্কুশ।

‘হট’ ছবি পোস্ট করলেন ঐন্দ্রিলা, কারণ কি শুধুই ভ্যালেন্টাইনস ডে?
ঐন্দ্রিলার পোস্ট করা সেই ছবি। ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Feb 14, 2021 | 3:03 PM

খালি গায়ে অঙ্কুশ (Ankush Hazra)। ঐন্দ্রিলার (Oindrila Sen) পরনে বিকিনি। মাথায় তুলে রাখা সানগ্লাস। সমুদ্রের মাঝে দাঁড়িয়ে তোলা এই সেলফি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ঐন্দ্রিলা। হ্যাঁ, বিশেষ কারণেই শেয়ার করেছেন ঘনিষ্ঠ মুহূর্তের এই ছবি। নিশ্চয়ই ভাবছেন, এই ছবি ভ্যালেন্টাইনস ডে স্পেশাল। না! শুধুমাত্র সে কারণ নয়। তার থেকেও বড় ব্যক্তিগত কারণ রয়েছে।

আসলে আজ অঙ্কুশের জন্মদিন। বার্থডে বয়কে শুভেচ্ছা জানাতেই এই ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জন্মদিন, তাই একটা হট ছবি তো পোস্ট করতেই হবে।’

এই বছরের জন্মদিন অঙ্কুশের কাছে নিঃসন্দেহে স্পেশ্যাল। গত ১০ ফেব্রুয়ারি পূর্ণ হয়েছে তাঁদের সম্পর্কের ১০ বছর। আবার ওই দিনই রাজা চন্দের পরিচালনায় মুক্তি পেয়েছে ‘ম্যাজিক’। অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির প্রথম ছবি। প্রথমবার জুটি হিসেবে বড় পর্দায় কাজ করা অত্যন্ত স্পেশ্যাল। এই মুহূর্তের জন্য রীতিমতো নিজেদের তৈরি করেছিলেন এই জুটি। সুদীপ্তা চক্রবর্তীর কাছে ওয়ার্কশপ করেছিলেন তাঁরা। দু’দিনে ভালই সাড়া পেয়েছেন বলে খবর।

‘ম্যাজিক’ মুক্তির আগে এক নতুন পোষ্যকে বাড়িতে নিয়ে এসেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তার নাম ‘আলু’। জন্মদিনটা পরিবার এবং বন্ধুদের সঙ্গেই কাটাবেন অঙ্কুশ। অবশ্যই থাকবে আদরের পোষ্যরা। ঐন্দ্রিলা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানোর পর অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন অঙ্কুশকে।

আরও পড়ুন, ‘আজ অন্য কোনও রেডিও জকির জন্মদিন হলে ঈর্ষা করতাম’, বললেন বার্থডে বয় মীর