‘আমার এখনও সময় লাগবে…’,আবাসনে অগ্নিকাণ্ডের জেরে কী অবস্থা উদিত নারায়ণের?
Udit Narayan: মানসিক ভাবে বিপর্যস্ত উদিত নারায়ণ। সোমবার রাত ১০ টা নাগাদ গায়কের আন্ধেরির ওবেরয় কমপ্লেক্সের ১৩ তলা স্কাই প্যান বিল্ডিংয়ের ১১তলার একটি ফ্ল্যাটে আগুন লেগে যায়। সঙ্গীতশিল্পীও থাকেন ওই বিল্ডিংয়েই। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল।
মানসিক ভাবে বিপর্যস্ত উদিত নারায়ণ। সোমবার রাত ১০ টা নাগাদ গায়কের আন্ধেরির ওবেরয় কমপ্লেক্সের ১৩ তলা স্কাই প্যান বিল্ডিংয়ের ১১তলার একটি ফ্ল্যাটে আগুন লেগে যায়। সঙ্গীতশিল্পীও থাকেন ওই বিল্ডিংয়েই। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। মঙ্গলবার মধ্য়রাতে প্রায় চার ঘণ্টা পরে নিয়ন্ত্রণে আসে সেই আগুন।
সেই মুহূর্তে গায়কের তরফে মেলেনি কোনও প্রতিক্রিয়া। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন সঙ্গীতশিল্পী। এই প্রসঙ্গে তিনি বলেন, “রাত ৯টার দিকে আগুন লাগে। আমি ওই উইংয়ে ১১ তলায় থাকি। বি উইংয়ে আগুন লেগেছিল। আমরা সবাই নেমে অন্তত তিন-চার ঘণ্টা বাইরে অপেক্ষা করছিলাম। এটা খুবই বিপজ্জনক ছিল। অনেক কিছুই ঘটতে পারত। সর্বশক্তিমান ঈশ্বর ও আমাদের শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমরা কৃতজ্ঞ যে আমরা নিরাপদে আছি।”
সেই সঙ্গে গায়ক যোগ করেন , “এই অগ্নিকাণ্ড মানসিক ভাবে প্রভাব ফেলেছে আমাদের। এটা কাটিয়ে উঠতে আমার আরও কিছুটা সময় লাগবে। আপনি যখন এমন একটি ঘটনার কথা শোনেন, তখন আপনার অদ্ভুত অনুভূতি হয়, কিন্তু যখন আপনি একই রকম পরিস্থিতিতে পড়েন তখন আপনি বুঝতে পারেন যে এটা আসলে কতটা বেদনাদায়ক।” উল্লেখ্য,কী ভাবে ঘটল এমন ভয়াবহ অগ্নিকাণ্ড? চলছে তদন্ত। কর্তৃপক্ষের অনুমান বিদ্যুত্ সংক্রান্ত কোনও সমস্যা থাকতে পারে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একটি বাড়িতে প্রদীপ জ্বালানো হয়েছিল। যা থেকে সামনের পর্দায় আগুন ধরে যায়। বাড়ির গৃহিণী সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষী জানান সে কথা। তত ক্ষণে বহুতলে ছড়িয়ে পড়ে সেই আগুন।