ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশনে কী করলেন রাজ-শুভশ্রী?

শুভশ্রীও সোশ্যাল ওয়ালে একটি ভিডিও শেয়ার করেছেন। ব্যক্তিগত মুহূর্ত কাটিয়েছেন তাঁরা। সেই ভিডিও শেয়ার করেই রাজকে ভ্যালেন্টাইন ডে-র শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা।

ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশনে কী করলেন রাজ-শুভশ্রী?
দম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Feb 14, 2021 | 3:50 PM

বাতাসে প্রেমের গন্ধ। সেই গন্ধ মেখে সকালে থেকেই হাতে হাত ধরে বেরিয়ে পড়েছেন অনেকে। পছন্দের মানুষকে নিয়ে কেউ গিয়েছেন লাঞ্চ ডেটে। কারও বা লক্ষ্য লং ড্রাইভ। সেলিব্রেশনের তালিকায় বাদ নেই সেলেবরাও। সকালেই বেরিয়ে পড়লেন রাজ (Raj Chakrabarty)-শুভশ্রী (Subhashree Ganguly)।

গাড়িতে তোলা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ। ক্যাপশনে লিখেছেন, ‘লং ড্রাইভ, উইথ মাই ওয়ান অ্যান্ড ওনলি।’ শুভশ্রীকে সঙ্গে নিয়ে গতকাল মধ্যরাতে ডিনারেও গিয়েছিলেন তিনি। পার্টির মেজাজে ছিলেন দম্পতি।

অন্যদিকে শুভশ্রীও সোশ্যাল ওয়ালে একটি ভিডিও শেয়ার করেছেন। ব্যক্তিগত মুহূর্ত কাটিয়েছেন তাঁরা। সেই ভিডিও শেয়ার করেই রাজকে ভ্যালেন্টাইন ডে-র শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা।

গত সেপ্টেম্বরে প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন রাজ এবং শুভশ্রী। সদ্য পাঁচ মাস পেরিয়ে গেল ইউভান। জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় সে। রাজ এবং শুভশ্রী দু’জনেই ছেলের কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। ইউভানের জনপ্রিয়তা এতটাই যে তার নামে প্রথমে ফেক সোশ্যাল অ্যাকাউন্ট তৈরি হয়েছিল। যা প্রকাশ্যে বন্ধ করার আর্জি জানিয়েছিলেন স্বয়ং রাজ। পরে অবশ্য ইউভানের নামে আলাদা করে পেজ তৈরি হয়েছে।

ইউভানের জন্মের ঠিক আগে ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন দম্পতি। রাজ নিজে করোনায় আক্রান্ত হয়েছিলেন। হারিয়েছেন তাঁর বাবাকেও। সে সময় একা হাতে সব সামলেছিলেন শুভশ্রী। আপাতত তাঁদের সুখের সময়। ছেলে এখন তাঁদের কাছে প্রায়োরিটি। আনলক পর্বে ধীরে ধীরে কাজেও ফিরছেন তাঁরা। ছেলের জন্মের পর নিজেকে টোনড রাখতে ফের জিমে ফিরেছেন শুভশ্রী। তবে কবে ফের ফ্লোরে ফিরবেন, সে বিষয়ে এখনই কোনও আভাস দেননি। অন্যদিকে করোনা পরিস্থিতির কারণেই নতুন ছবি শুরু করছেন না রাজ। তবে তাঁর জমে থাকা কাজ শেষ করে নিচ্ছেন দ্রুত। বহুদিন পরে পার্টির মেজাজে দেখা গিয়েছিল তাঁদের। আর ভালবাসার দিনটা কাটাচ্ছেন একান্তে।

আরও পড়ুন, ‘হট’ ছবি পোস্ট করলেন ঐন্দ্রিলা, কারণ কি শুধুই ভ্যালেন্টাইনস ডে?