ভাইয়ের নামে ভুয়ো সোশ্যাল অ্যাকাউন্ট, সতর্ক করলেন বরুণ

স্বরলিপি ভট্টাচার্য |

Feb 04, 2021 | 2:24 PM

সম্প্রতি ফেক অ্যাকাউন্ট তৈরি হওয়ার খবর পেয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সঙ্গে সঙ্গেই অনুরাগীদের সতর্ক করেছেন তিনি।

ভাইয়ের নামে ভুয়ো সোশ্যাল অ্যাকাউন্ট, সতর্ক করলেন বরুণ
বরুণ ধাওয়ান।

Follow Us

ফেসবুক, ইনস্টাগ্রাম (Instagram) বা টুইটার। এই ভার্চুয়াল জগতেই এখন বেশি সময় কাটে আমাদের। তারকারাও ব্যতিক্রম নন। হাতে গোণা সেলেব সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নন। কিন্তু বেশিরভাগই নিয়ম করে সোশ্যাল দুনিয়ার খবর রাখেন। অথবা তাঁদের টিম সোশ্যাল মিডিয়ার দেখভাল করেন। কিন্তু এর মধ্যেও নকল রয়েছে। অর্থাৎ ফেক অ্যাকাউন্ট। সেলেবদের ক্ষেত্রে সে সম্ভবনা আরও বেশি। সম্প্রতি ফেক অ্যাকাউন্ট তৈরি হওয়ার খবর পেয়েছেন বলিউড (bollywood) অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan)। সঙ্গে সঙ্গেই অনুরাগীদের সতর্ক করেছেন তিনি।

বরুণের ভাই রোহিত ধাওয়ানের নামে সম্প্রতি একটু ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি হয়েছে। বরুণ স্পষ্ট করেছেন, ওই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা কোনও ছবি বা তথ্যের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। বরুণ বিবৃতি দিয়ে বলেন, ‘আমার ভাই রোহিত ধাওয়ান সোশ্যাল মিডিয়াতে নেই। ওর নাম দিয়ে যে অ্যাকাউন্টটি তৈরি হয়েছে, সেটি ভুয়ো।’

রোহিত পেশায় পরিচালক। ‘দেশি বয়েজ’, ‘কাপো’র মতো ছবি পরিচালনা করেছেন তিনি। ‘পার্টনার’ বা ‘ডন’-এর মতো ছবিতে তিনি সহকারী হিসেবেও কাজ করেছেন। সদ্য দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বরুণ। পরিবারের বিষয়ে বরাবরই খুব সুরক্ষিত অভিনেতা। ভাইয়ের ভুয়ো অ্যাকাউন্ট থেকে অনেক সময় পোস্ট হয়েছে তাঁদের পারিবারিক ছবিও। সে সব যেন অনুরাগীরা সত্যি বলে বিশ্বাস না করেন, সে কারণেই নিজে থেকে সতর্কবাণী দিলেন বরুণ।

আরও পড়ুন, ‘২০০০ থেকে পার্টনার’, কার ছবি শেয়ার করলেন নভ্যা?

Next Article