‘২০০০ থেকে পার্টনার’, কার ছবি শেয়ার করলেন নভ্যা?
গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে দুই ভাই-বোন। সে ছবি পোস্ট করার পরই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
২০০০ থেকে পার্টনার রয়েছে তাঁর। তিনি অর্থাৎ নভ্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda)। এতদিন পরে প্রকাশ্যে তাঁর ছবি শেয়ার করলেন শ্বেতা বচ্চনের কন্যা। অমিতাভ বচ্চনের নাতনির উপর লাইমলাইট থাকে সব সময়ই। নভ্যার লভ লাইফ সম্পর্কে জানতে সব সময়ই উৎসাহী দর্শক। তবে নভ্যার এই পার্টনারের সঙ্গে তাঁর লভ লাইফের কোনও সম্পর্ক নেই। বরং এই পার্টনার তাঁর সমস্ত দুষ্টুমির সঙ্গী।
আসলে নভ্যা সোশ্যাল মিডিয়ায় তাঁর ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন। সঙ্গে রয়েছে ভাই অগস্ত্য নন্দাও। নভ্যা এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘২০০০ থেকে পার্টনার।’ গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে দুই ভাই-বোন। সে ছবি পোস্ট করার পরই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বলি মহল থেকে নীতু কাপুর বা মহদীপ কাপুরের মতো সদস্যরাও পছন্দ করেছেন নভ্যার শেয়ার করা এই ছবি।
View this post on Instagram
নিউ ইয়র্কের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করছেন নভ্যা। সেই নভ্যার বিশেষ বন্ধু কে, তা নিয়ে বহু জল্পনা রয়েছে ইন্ডাস্ট্রিতে। অনেকেই বলেন, জাভেদ জাফরির ছেলে মিজান জাফরির সঙ্গে নাকি বিশেষ সম্পর্ক রয়েছে নভ্যার। সেই গুঞ্জনকে সম্প্রতি আরও একটু উস্কে দিয়েছেন নভ্যা।
আরও পড়ুন, ‘বন্ধন’-এর শিশুশিল্পী অংশুর আজ জন্মদিন, এখন তিনি কী করছেন জানেন?
মিজান বাবার পথ অনুসরণ করে বলিউডে ইতিমধ্যেই নিজের অভিনয়ের কেরিয়ার শুরু করেছেন। ২০১৯-এ ‘মালাল’ ছবিতে তিনি ডেবিউ করেন। সে ছবির জন্য সম্প্রতি প্রশংসা পেয়েছেন মিজান। তারপরই সোশ্যাল মিডিয়ায় ঘটা করে মিজানকে শুভেচ্ছা জানিয়েছিলেন নভ্যা। তিনি নিজেও বলিউডে পা রাখতে চান কি না, তা নিয়ে গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে শ্বেতা স্পষ্ট জানিয়েছিলেন, বলিউডে কেরিয়ার তৈরি করার জন্য নভ্যার উপরে কোনও চাপ নেই। ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার হলে তা নেবে নভ্যা নিজেই।