অতিরিক্ত টাকা খরচ করতে নারাজ বরুণ, এই স্বভাব কার থেকে পেয়েছেন নায়ক?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 07, 2025 | 9:09 PM

বলিপাড়ার অন্যতম জনপ্রিয় নায়ক বরুণ ধওয়ান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর বাবা, বলিউডের বর্ষীয়ান পরিচালক ডেভিড ধওয়ানের মিতব্যয়ী স্বভাব নিয়ে কথা বলেছেন নায়ক। বরুণ জানান, ছোটবেলা থেকেই তিনি শিখে এসেছেন বেশি খরচ না করার অভ্যাস।

অতিরিক্ত টাকা খরচ করতে নারাজ বরুণ, এই স্বভাব কার থেকে পেয়েছেন নায়ক?

Follow Us

বলিপাড়ার অন্যতম জনপ্রিয় নায়ক বরুণ ধওয়ান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর বাবা, বলিউডের বর্ষীয়ান পরিচালক ডেভিড ধওয়ানের মিতব্যয়ী স্বভাব নিয়ে কথা বলেছেন নায়ক। বরুণ জানান, ছোটবেলা থেকেই তিনি শিখে এসেছেন বেশি খরচ না করার অভ্যাস। ডেভিড ধওয়ান কখনওই অতিরিক্ত টাকা খরচ করতেন না, এবং বরুণের মতে, তাঁর বাবার এই আচরণটাই তাঁকে জীবনে মিতব্যয়ী হতে সাহায্য করেছে। বরুণ বলেন, “আমার বক্স অফিস হিটের উপরই খরচ নির্ভর করে। আমি কখনও অমিতব্যয়ী হইনি।”

একই সাক্ষাৎকারে, বরুণ তার ব্যক্তিগত জীবন নিয়েও কিছু মজার তথ্য শেয়ার করেছেন। তিনি জানালেন, গত বছর স্ত্রীর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন, কিন্তু এতে কোনও অতিরিক্ত খরচ হয়নি। বরুণ বলেন, “আমরা ছুটি কাটাতে গিয়েছিলাম, তবে আমার মনে হয় না এতে মারাত্মক খরচ হয়েছিল।”

২০২৪ সালের শুরুতে, বরুণ এবং নাতাশা দালাল তাদের প্রথম সন্তানের আগমনের খবর ঘোষণা করেন। ৩ জুন ইনস্টাগ্রামে কন্যা লারার জন্মের কথা শেয়ার করেন। লারা এখন ছ’মাস বয়স। ডিসেম্বরের শেষে, বরুণ-নাতাশা তাদের মেয়ে লারাকে নিয়ে ছুটিতে গিয়েছিলেন, কিন্তু বিমানবন্দরে মেয়েকে ক্যামেরা থেকে দূরেই রেখেছিলেন। ফলে, লারার ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। এই ঘটনার পর, বরুণ এবং নাতাশার অনুরাগীরা ছবিশিকারিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

Next Article