দূরপাল্লার ট্রেনের চেয়েও দ্রুততার সঙ্গে ছুটছেন বরুণ, চলন্ত ট্রেনের সামনে রীতিমতো হাইজাম্প দিয়ে বাঁচিয়ে নিচ্ছেন কোলের শিশুকে। কাটছেন না হাত, ছড়ছে না পা…শরীরে আঘাতের চিহ্নমাত্র নেই… বরুণ ধওয়ন এবং সারা আলি খান অভিনীত ‘কুলি নাম্বার ওয়ান’ ছবিতে দেখান এমনই কিছু দৃশ্য নিয়ে এখন ট্রোলিংয়ে মেতে সোশ্যাল মিডিয়া। মিমে ভরে উঠছে ফেসবুক, ইনস্টা। কেউ লিখছেন, আলোর গতিবেগের থেকেও নাকি বরুণের গতিবেগ বেশি। আবার কেউ বা তাঁকে সরাসরি তুলনা করছেন অ্যাভেঞ্জার সিরিজের কোনও হিরোর সঙ্গে। এ বার তা নিয়েই মুখ খুললেন বরুণ। সাফ জানালেন, তিনি ‘আনকুল’।
গত বছর বড়দিনে ওটিটিতে মুক্তি পেয়েছে করিশ্মা-গোবিন্দার আইকনিক ছবি ‘কুলি নাম্বার ওয়ান’-এর রিমেক। লকডাউনের পরে প্রথম ছবি মুক্তি। উচ্ছ্বসিত ছিলেন সারা-বরুণ দুজনেই। জমিয়ে চলেছে ছবির প্রচারও। কিন্তু শেষরক্ষা হল না। বক্সঅফিস সাফল্য সে ভাবে তো এলই না, উপরন্তু গোদের উপর বিষফোঁড়া ট্রোলিং, মিম। সমালোচকদের আতসকাচেও সে ছবি পাশ নম্বর পায়নি।
বরুণের কথায়, কুলি নাম্বার ওয়ান আদপে ‘মাস ফিল্ম’। অর্থাৎ আমজনতার কথা মাথায় রেখেই তা বানানো হয়েছে নিছকই এন্টারটেনমেন্ট খুঁজে নেওয়ার জন্য। তাঁর বক্তব্য, “লার্জার দ্যান লাইফ ছবিতে অভিনয় করা বেশ শক্ত। আমি তা উপভোগ করি। কমন ম্যানের কাছ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া যায় তাই আমার কাছে যথেষ্ট।”
বরুণ আরও যোগ করেন, “আমার ছবি ওটিটিতে বেরিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ফেক আচরণ করতেই পারি। ‘কুল’ সাজতেই পারি। কিন্তু না। আমার দর্শক ওই সব মানুষ (সাধারণ জনগণ)। যদি কেউ আমায় ডেকে বলে, ‘এ বাবা! তুমি আনকুল। এ সব ছবি করছ কেন!’ তাঁদের জন্য আমার উত্তর হবে, “ঠিক বলেছেন। আমি আনকুল। তাতে আমার কিচ্ছু যায় আসে না”।
বরুণের ছবি ভাগ্য ইদানিং খুব একটা ভাল যাচ্ছে না। ‘স্ট্রিট ডান্সার’ থেকে শুরু করে ‘কলঙ্ক’…বক্স অফিসে হিট হয়নি। যদিও তাঁর ব্যক্তিগত জীবনে এখন ভরা বসন্ত। সব কিছু ঠিক থাকলে এ বছরেই প্রেমিকা নাতাশার সঙ্গে বিয়ে হতে চলেছে তাঁর।