গতকাল টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের ফলোয়ার্স সংখ্যা পেরল তিন মিলিয়ন। অঙ্কিতা তাঁর ভক্তকূলের উদ্দেশ্যে জানিয়েছেন কৃতজ্ঞতা। তিনি লেখেন, ‘আমি মন খুলে আপনাদের শুভেচ্ছা জানাই, চিয়ার্স তিন মিলিয়ন ফলোয়ার্স। আমাকে ভালবাসার জন্য ধন্যবাদ।’
আরও পড়ুন নতুন বছর সেলিব্রেট করেননি বিপাশা, কেন জানেন?
অঙ্কিতা লোখান্ডে ছোটপর্দার ভীষণ জনপ্রিয় একজন অভিনেত্রী। ‘পবিত্র রিশতা’ সিরিয়ালে তাঁর অভিনয় জীবন শুরু। সেই শুটিং সেটে সুশান্তের (Sushant Singh Rajput) সঙ্গে আলাপ অঙ্কিতার। তারপর দীর্ঘ ৬ বছরের এক সম্পর্কে ছিলেন দুজনে। বিচ্ছেদের পরও বন্ধু ছিলেন দুজনে। তারপর হঠাৎ করেই সুশান্তের চলে যাওয়া। প্রাক্তন প্রেমিকের মৃত্যুর পর তাঁর গোটা পরিবারের পাশে তিনি দাঁড়িয়েছেন। বিচারের দাবিতে অনর্গল আওয়াজ তুলেছেন সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী Ankita Lokhande।
কিন্তু সেসব কিছুর তোয়াক্কা করেনি নেটিজেনের একাংশ। তাঁর পোস্টের নিচে ধেয়ে আসে ট্রোলারদের কমেন্ট। কেউ লেখেন তাঁর এই পাবলিসিটির কারণ সুশান্ত সিং রাজপুত। আবার অন্য একজন লেখেন, “আপনার অর্ধেক ফলোয়ার্স, সুশান্তের।” আবার কেউ লিখেছেন, “২ মিলিয়ন সুশান্তের ফলোয়ার্স রয়েছে, ভুলে যাবেন না।”
এত সবের মধ্যেও কিন্তু বশ কিছু পজিটিভ কমেন্টও রয়েছে, একজন লিখেছেন, “আপনি ভীষণ সুন্দর। হ্যাপি নিউ ইয়ার রকস্টার। হ্যাপি ৩ মিলিয়ন।”
কিছু মাস আগে বর্তমান প্রেমিক ভিকি জৈনের সঙ্গে ইনস্টাতে ছবি পোস্ট করে ট্রোলের মুখে পড়েন অঙ্কিতা। সুশান্ত অনুগামীদের একাংশ লেখেন, ‘আপনি কি সুশান্তকে ভুলে গিয়েছেন’, কেউ লিখেছেন, ‘অঙ্কিতা আর সুশান্তের ছবি পোস্ট করেন না। সুশান্তের মৃত্যুর বিচারের দাবির কী হল?’
গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে সুশান্তের পরিবারের দাবি, তাঁদের ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বান্ধবী রিয়া চক্রবর্তী। আত্মসাৎ করা হয়েছে তাঁর অর্থ। রিয়ার বিরুদ্ধে মামলাও রুজু করে সুশান্তের পরিবার।