Tv9 বাংলা ডিজিটাল: ’৬১ সালে মুক্তিপ্রাপ্ত ছবি। পরিচালক যশ চোপড়া। ছবির নাম ‘ব্রহ্মপুত্র’। মূলত সেই গল্পকে নতুন মোড়কে বেঁধে ছবি করতে চলেছেন বিজয় কৃষ্ণ আচার্য। বিষয়বস্তু ধর্মীয় সহিষ্ণুতা। মুখ্য ভূমিকায় থাকছেন ভিকি কৌশল (Vicky Kaushal) এবং মানুসি চিল্লার (Manusi chillar)। তবে সম্প্রতি ছবিকেন্দ্রিক এক নতুন খবর উঠে এল।
ভিকি কৌশল নয় বরুণ ধাওয়ান (Varun Dhawan) ছিলেন ছবির নায়ক। তবে বরুণ ছবির স্ক্রিপ্ট পড়ে জানিয়ে দেন তিনি এ ছবি করবেন না।
সূত্রের খবর, “যশ রাজ ফিল্মস পঞ্চাশ বছরে পা দিল। এবং তাদের ভাবনায় বরুণ ধাওয়ান ছিলেন এই ছবির প্রধান মুখ। দ্বিতীয়ত, ‘সুই ধাগা’ ছাড়া আরও একটি ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ ছিলেন বরুণ। তবে শেষমেশ তিন–তিনবার গল্প শোনার পরেও তিনি সন্তুষ্ট হননি।” বরুণ জানিয়ে দেন তিনি এমন কোনও ছবির অংশ হতে চান না যার বিষয়বস্তু বিতর্ক সৃষ্টি অথবা সামাজিক ভারসাম্য নষ্ট করে। ছবিকেন্দ্রিক কোনও উত্তেজনা তিনি একেবারেই চান না। বরুণ এও বলেন ছবি নির্মাতাদের উদ্দেশ্য সৎ তবে এই সময়ে দাঁড়িয়ে বরুণ অযথা কোনও ঝুঁকি নিতে চান না।
সূত্রের খবর, যদিও ছবির গল্পে উঠে আসছে ধর্মীয় সহিষ্ণুতা হলেও তা বোনা হয়েছে হালকা চালে। কমেডি যেমন রয়েছে তেমনই ধর্মীয় ছোটবড় বিষয়কে বেশ সংবেদনশীলভাবে দেখানো হবে। কোনও প্রকার বিতর্ক একেবারেই কাম্য নয়।” যশ রাজ ফিল্মস প্রযোজিত বিজয় কৃষ্ণ আচার্যের এই ছবির নাম এখনও ঠিক হয়নি। প্রসঙ্গত, বিজয় ‘ধুম’, ‘ধুম–২’, ‘ধুম–৩’, ‘রাবণ’, ‘ঠগস অফ হিন্দোস্তান’–এর মতো বড় বাজেটের ছবি করেছেন।