অস্কারের দৌড়ে সামিল হলেন বিদ্যা বালান

Nov 10, 2020 | 8:15 AM

গত বছর জুলাইয়ে শর্ট ফিল্ম ‘নটখট’-এর কথা ঘোষণা করেছিলেন বিদ্যা (Vidya Balan)। ছবির চিত্রনাট্য তাঁর এতটাই মনে ধরে যে প্রযোজক রনি স্ক্রুওয়ালার সঙ্গেও তিনিও প্রথম বার প্রযোজনার দায়িত্ব তুলে নেন।

অস্কারের দৌড়ে সামিল হলেন বিদ্যা বালান
বিদ্যা বালান।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল:  বিদ্যা বালানের (Vidya Balan) মুকুটে নতুন পালক। অস্কারের দৌড়ে এ বার নাম লেখালেন তিনিও। বিদ্যা অভিনীত শর্টফিল্ম ‘নটখট’ (Natkhat) পাড়ি দিল বিদেশ। মনোনীত হল অস্কার ২০২১-এর জন্য। (Academy Awards 2021)

গত বছর জুলাইয়ে শর্ট ফিল্ম ‘নটখট’-এর কথা ঘোষণা করেছিলেন বিদ্যা (Vidya Balan)। ছবির চিত্রনাট্য তাঁর এতটাই মনে ধরে যে প্রযোজক রনি স্ক্রুওয়ালার সঙ্গেও তিনিও প্রথম বার প্রযোজনার দায়িত্ব তুলে নেন। ছবির মূল বিষয়বস্তু ছিল নারী নির্যাতন এবং সামাজিক বৈষম্য। বিদ্যাকে দেখা গিয়েছিল এক সাধারণ গৃহবধূর চরিত্রে। ছবি মুক্তি পেতেই প্রশংসা কুড়িয়েছিল দর্শকদের। বিদ্যার অভিনয় মনে ধরেছিল অনুরাগীদের। এ বছর বেস্ট অফ ইন্ডিয়া শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম পদ দখল করতেই তা সরাসরি পেয়ে গেল অস্কারের মনোনয়ন।


কী বলছেন বিদ্যা। ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্টের মাধ্যমে বিদ্যা জানিয়েছেন ঠিক কতটা আপ্লুত তিনি। লিখেছেন, “আই অ্যাম ওভার দ্য মুন”। খুশি আর এক প্রযোজক রণি স্ক্রুওয়ালাও। তিনি লিখেছেন, “উত্তেজনায় ছটফট করছি। একটি ফেস্টিভ্যালের পুরস্কার পেয়েছে টিম। আশা করছি আমি এবং বিদ্যা দু’জনে মিলে অস্কারও ঘরে আনতে পারব”।

এখনও পর্যন্ত বেস্ট অফ ইন্ডিয়া শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম হয়ে টিম ‘নটখট’ জিতেছে আড়াই হাজার ডলার যা ভারতীয় মুদ্রায় এক লক্ষ ৮৫ হাজার ৪৯৭ টাকা (আনুমানিক)। অস্কারের শিকে কি ছিঁড়বে বিদ্যার ভাগ্যে? তা বলবে সময়।

Next Article