Vijay Deverakonda: মাইলস্টোন হয়ে থাকবে ‘কিংডম’, দেবারাকোন্ডাকে নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে
Vijay Deverakonda: ইতিমধ্যেই রবিচন্দরের পরিচালনায় তৈরি হওয়া গানগুলি মুক্তি পেয়েছে। বিজয় দেবারাকোন্ডা বলেন, আমি অনেকদিন ধরে চেয়েছিলাম অনিরুধ আমার ছবির গান তৈরি করুক। সেই ইচ্ছে এবার পূরণ হয়েছে। ন

হায়দরাবাদ: শীঘ্রই মুক্তি পেতে চলেছে বিজয় দেবারাকোন্ডা অভিনীত ছবি কিংডম (Kingdom)। ছবি মুক্তি পাওয়ার আগে সঙ্গীত পরিচালক অনিরুধ রবিচন্দর বলেন, অভিনেতার জীবনে এক ‘মাইলস্টোন’ হতে চলেছে এই ছবি। সাফল্য প্রত্যাশা করছেন অভিনেতা নিজেও। ছবি মুক্তির আগে একটি অনুষ্ঠানে গিয়ে, সে কথাই বললেন বিজয়।
বিজয় দেবারাকোন্ডা ছাড়াও ‘কিংডম’ ছবিতে অভিনয় করেছেন ভাগ্যশ্রী বোরসে, সত্যদেব, ভেঙ্কটেশ প্রমুখ। ছবির পরিচালকের নাম গৌতম তিন্নানুরি। সূর্যদেবারা নাা ভামসি ও সাই সৌজন্য প্রযোজিত ওই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ৩১ জুলাই। সেই ছবি নিয়ে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে তামিল দর্শকদের মধ্যে। বিশেষত ট্রেলার মুক্তি পাওয়ার পর সেই উন্মাদনা বেড়েছে আরও কিছুটা।
সোমবার হায়দরাবাদের ইউসুফগুড়া পুলিশ গ্রাউন্ডে একটি প্রি-রিলিজ ইভেন্টের আয়োজন করা হয়েছিল। হাজার হাজার ভক্ত ভিড় করেছিলেন সেখানে। ছবির গানের লাইভ পারফর্ম্যান্স আকর্ষণ বাড়িয়েছিল আরও।
সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে বিজয় দেবারাকোন্ডা ভক্তদের উদ্দেশে বলেন, “একটু একটু ভয় লাগছে। সেই সঙ্গে এটাও বারবার মনে হচ্ছে যে একটা ভাল ছবি তৈরি হয়েছে। ভক্তরা আমার কাছে ভগবান প্রদত্ত। ছবি হিট হোক বা ফ্লপ, আপনারা আমাকে নিজের করে নিয়েছেন। আমি জানি আপনারাও আমাকে সফল দেখতে চান।” তিনি আরও বলেন, যে সাফল্যের জন্য আপনারা অপেক্ষা করে আছেন, কিংডম সেই সাফল্য নিয়ে আসবে।
ইতিমধ্যেই রবিচন্দরের পরিচালনায় তৈরি হওয়া গানগুলি মুক্তি পেয়েছে। বিজয় দেবারাকোন্ডা বলেন, আমি অনেকদিন ধরে চেয়েছিলাম অনিরুধ আমার ছবির গান তৈরি করুক। সেই ইচ্ছে এবার পূরণ হয়েছে। নবীন নুলি, নাগা ভামসির কথাও উল্লেখ করেন তিনি।
অভিনেত্রী ভাগ্যশ্রী নতুন হলেও এই ছবিতে খুবই পরিশ্রম করেছেন বলে জানিয়েছেন দেবারাকোন্ডা। অভিনেতা আরও বলেন, ‘অনেক আলোচনার পর আমার ভাইয়ের চরিত্রে সত্যদেবকে বেছে নেওয়া হয়। কিছুদিন শুট হওয়ার পর ওঁকে সত্যিই আমার বড় ভাই বলে মনে হয়েছে। সত্যদেব শুধুমাত্র একজন ভাল অভিনেতা নন, একজন খুব ভাল মানুষও।’ ভেঙ্কটেশের অভিনয়েরও প্রশংসা করেন অভিনেতা।
সঙ্গীত পরিচালক রবিচন্দর বলেন, “গৌতম আমার ভাতৃসম। আমরা সবাই এই ছবি নিয়ে আশাবাদী। বিজয় খুব ভাল একজন মানুষ। সবাই কীভাবে ভাল থাকবে, সে কথা ও ভাবে। আমার মনে হয় এই ছবি বিজয়ের জীবনে একটা মাইলফলক হয়ে থাকবে।” এরকম একটি ছবিতে কাজ করতে পেরে খুশি বলে জানান অভিনেত্রী ভাগ্যশ্রী। অভিনেতা সত্যদেব বলেন, একজন সাধারণ ছেলে হিসেবে কাজ শুরু করে আজ বিজয় নিজের কিংডম তৈরি করেছে। আমি চাই ও সাফল্য পাক।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সুমা কানাকালা। উপস্থিত ছিলেন অভিনেতা রঙ্গস্থালম মহেশ, রাজ কুমার কাসিরেড্ডি, আর্ট ডিরেক্টর অবিনাশ কোল্লা, কস্টিউম ডিজাইনার নীরজ কোনা, লিরিসিস্ট কষ্ণ কান্তও।
