বলিউডের ববি দেওলকে টেক্কা দক্ষিণী বিজয়ের, ‘কিংডম’ মুক্তির আগে কী বললেন সুপারস্টার?
ট্রেলার মুক্তির পর থেকেই কিংডম নিয়ে চর্চা তুঙ্গে। শুধু তাই নয়, রিলিজের আগেই অগ্রিম বুকিংয়ের মধ্যে দিয়ে ইতিমধ্য়েই রেকর্ড গড়়েছে বিজয় দেবেরাকোন্ডার এই ছবি।

শুক্রবার মুক্তি পেতে চলেছে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার বহু প্রতীক্ষিত ছবি কিংডম। অ্যাকশনে ভরপুর এই ছবি ইতিমধ্যেই টক অফ দ্য টাউন। ট্রেলার মুক্তির পর থেকেই কিংডম নিয়ে চর্চা তুঙ্গে। শুধু তাই নয়, রিলিজের আগেই অগ্রিম বুকিংয়ের মধ্যে দিয়ে ইতিমধ্য়েই রেকর্ড গড়়েছে বিজয় দেবেরাকোন্ডার এই ছবি। ফিল্ম সমীক্ষকরা মনে করছেন, কিংডম মাইলফলক হতে চলেছে।
সম্প্রতি কিংডম ছবির সাংবাদিক বৈঠকে বিজয় জানালেন, ”বহু রাত ঘুম হয়নি। এবার নিশ্চিন্তে ঘুমোতে হবে। কেননা, রিলিজের আগেই দর্শক যেভাবে ভালবাসায় ভরিয়ে দিয়েছে, তা দেখে মনে হচ্ছে, কিংডম ইতিমধ্যেই সুপারহিট! ”
এই একই দিনে মুক্তি পাচ্ছে বলিউড অভিনেতা ববি দেওলের ছবি হরি হরা ভিরা। তথ্য বলছে, অগ্রিম বুকিংয়ে কিংডম ছবির কাছাকাছিতেও পৌঁছতে পারেনি ববির এই ছবি। যেখানে গত ২৪ ঘণ্টায় কিংডম ছবির টিকিট বিক্রি হয়েছে ৭০ হাজার ৩৬টি টিকিট। সেখানে ববি দেওলের ছবি ১৬ হাজার ৪টি টিকিট বিক্রি হয়েছে।
তথ্য বলছে, শুধু ভারতে নয়, সাত সমুদ্র পারে ইতিমধ্যেই ঝড় তুলেছে কিংডম। অগ্রিম বুকিংয়ে করছে রেকর্ড। ইতিমধ্যেই প্রায় ২০ হাজারেরও বেশি প্রিমিয়ার টিকিট বিক্রি হয়েছে আর অন্যদিকে, প্রায় ১ লাখ ৩৪ হাজার অগ্রিম টিকিট কাটা হয়েছে।
বুক মাই শো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অগ্রিম বুকিং শুরু হওয়ার পর প্রথম দিন ২৯.৪ হাজার, দ্বিতীয় দিন ৩৩.৯৪ হাজার এবং তৃতীয়দিনে ৭০.৩৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। শুধু তাই নয়, গোটা তেলেঙ্গনায় ৬১২ শোয়ের জন্য মোট এক লাখ অগ্রিম টিকিট কাটা হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে, রিলিজের আগেই কিংডম বুঝিয়ে দিচ্ছে, এই ছবি সবাইকে টেক্কা দিতে তৈরি।
