শাহরুখের সঙ্গে জাতীয় পুরস্কার ভাগ! কী বললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত?
'টুয়েলভথ ফেল' অভিনেতার কাছে, এ এক দারুণ সম্মানের ব্যাপার। জাতীয় পুরস্কার নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে, বিক্রান্ত জানান, স্বপ্ন যেন পূরণ হল। বহুদিন ধরে দেখা এক স্বপ্ন আজকে সত্যি হল। 'টুয়েলভথ ফেল' ছবির টিমকে ধন্যবাদ।

বক্স অফিসে যখন টুয়েলভথ ফেল ছবিটি মুক্তি পেয়েছিল, তখন সলমনের টাইগার থ্রি ছবির দাপটে, বিক্রান্ত মাসের এই ছবিটি টিকতে পারেনি। দর্শক টানতে ছবিটি দ্রুত মুক্তি দেওয়া হয় ওটিটিতে। মানুষের মুখে মুখে এই ছবি পরে সুপারহিট। দর্শকদের অনুরোধে ফের সিনেমা হলে মুক্তি পায় ‘টুয়েলভথ ফেল’। আর এবার সেই ছবিই জাতীয় পুরস্কারে পেল সেরা ছবির সম্মান। শুধু তাই নয়, এই ছবির জন্যই সেরা অভিনেতার সম্মান পেলেন বিক্রান্ত মাসে।
৩৩ বছরের সিনে কেরিয়ারের পর এই প্রথম জাতীয় পুরস্কার পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তাঁর সঙ্গেই এই পুরস্কার ভাগ করে নিয়েছেন বিক্রান্ত। ‘টুয়েলভথ ফেল’ অভিনেতার কাছে, এ এক দারুণ সম্মানের ব্যাপার। জাতীয় পুরস্কার নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে, বিক্রান্ত জানান, স্বপ্ন যেন পূরণ হল। বহুদিন ধরে দেখা এক স্বপ্ন আজকে সত্যি হল। ‘টুয়েলভথ ফেল’ ছবির টিমকে ধন্যবাদ। দর্শকদের ধন্যবাদ।
এরই সঙ্গে বিক্রান্ত যোগ করলেন, ”শাহরুখের সঙ্গে এই জাতীয় সম্মান ভাগ করে নেওয়ায় আরও গর্বিত আমি। কারণ প্রথম থেকেই আমি শাহরুখের ফ্যান। তার কাছ থেকে অনেক কিছু শেখার। তাই এমন একটি মানুষের সঙ্গে জাতীয় সম্মান পাওয়ায় অনুভূতিটাই আলাদা।”
