হাড়হিম করা এক ভিডিয়ো, না দেখলে কিছুতেই বিশ্বাস হবে না। কথায় বলে যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। কিন্তু যিনি অভিনয় করেন তিনিই যদি হয়ে যান মসিহা তখন? অ্যানিম্যাল ছবির অভিনেতা মনজিৎ সিং ‘ভগবান’ হওয়ার এমনই এক দুঃসাহসিক পরিচয় দিয়েছিলেন অতীতে। আত্মহত্যা করতে চাওয়া এক তরুণীকে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে রক্ষা করেছিলেন তিনি। তখন তাঁর নিজেরই বয়স মাত্র ২৩ বছর।
প্রায় চার বছর পর সেই ভিডিয়োই শেয়ার করেছেন অভিনেতা। সেই সময় গ্রেটার নয়ডায় তিনি বি-টেক করছিলেন। ওই কলেজেরই এক তরুণী কলেজ ক্যাম্পাসে ঝাঁপ দিয়ে আত্মহত্যার প্রয়াস নিচ্ছিলেন। চারিদিকে হাজির অনেকেই। সবাই ভিডিয়ো করতে ব্যস্ত থাকলেও কেউই ওই তরুণীকে বাঁচানোর কোনওরকম ইচ্ছে প্রকাশ করেননি। কিন্তু ওই যে, ‘রাখে হরি মারে কে?” আচমকাই নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ছুট্টে যান মনজিৎ। লাফ দেওয়ার মুহূর্তে ধরে ফেলেন তরুণীর হাত। ওই যাত্রায় রক্ষা পান তিনি।
ভিডিয়ো সামনে আসতেই মনজিতের প্রশংসায় ফেটে পড়েছেন নেটিজেনরা। একবাক্যে তাঁরা বলছেন, “ভাগ্যে মনজিৎ সঙ্গে ছিলেন, কী দুর্দশাই হত তা না হলে!” কী হয়েছিল ওই তরুণীর? কেন ওই চরম পদক্ষেপ করেছিলেন তিনি? এক সাক্ষাৎকারে মনজিৎ জানিয়েছিলেন, মায়ের সঙ্গে ঝামেলা হওয়ার কারণেই আবেগের বশে ওই কাজ করতে যান তিনি। পরে যদিও নিজের ভুল বুঝতে পারেন সেই তরুণী।