রণবীর সিংয়ের ছবির সেটে হঠাত্ অসুস্থ ১০০-র বেশি সদস্য!
রণবীর সিং বর্তমানে আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই সিনেমায় তাঁর সঙ্গে রয়েছেন সারা অর্জুন, আর. মাধবন, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল। একটি প্রতিবেদনে বলা হয়েছে, লে-তে শুটিং চলাকালীন সিনেমার সঙ্গে যুক্ত ১০০-এর বেশি সদস্য খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হন এবং রবিবার, ১৭ আগস্ট সন্ধ্যায় তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়।

রণবীর সিং বর্তমানে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই সিনেমায় তাঁর সঙ্গে রয়েছেন সারা অর্জুন, আর. মাধবন, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল। একটি প্রতিবেদনে বলা হয়েছে, লে-তে শুটিং চলাকালীন সিনেমার সঙ্গে যুক্ত ১০০-এর বেশি সদস্য খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হন এবং রবিবার, ১৭ আগস্ট সন্ধ্যায় তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়।
এক সরকারি কর্মকর্তা বলেন, “রবিবার সন্ধ্যায় সন্দেহজনক খাদ্য বিষক্রিয়ার কারণে বলিউডের একটি সিনেমার ১০০-এর বেশি কর্মীকে লে-র একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুটিং চলাকালে অনেক ক্রু সদস্য হঠাৎ তীব্র পেটব্যথা, বমি এবং মাথাব্যথার মতো উপসর্গে ভুগতে থাকেন। তাদের তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা পরে নিশ্চিত করেন যে এটি ব্যাপক খাদ্য বিষক্রিয়ার একটি ঘটনা।”
এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, প্রায় ৬০০ জন সদস্য সেটে সরবরাহ করা খাবার খেয়েছিলেন। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের জন্য খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একজন সিনিয়র চিকিৎসক জানান, “হাসপাতালে একসাথে এত রোগী এলে অনেক সময়ে বিশৃঙ্খলা দেখা দেয়। তবে পুলিশ সহায়তায় ভিড় নিয়ন্ত্রণ ও আতঙ্ক রোধ করা সম্ভব হয়েছে।”
রণবীর সিংয়ের তরফে এই ব্যাপারে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। সেটে এমন ঘটনা ঘটার পর সদস্যরা সুস্থ হলেই শুটিং এগিয়ে নিয়ে যাওয়া হবে নাকি, শুটিংয়ে সাময়িক বিরতি দেওয়া হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলিউডে।
