নির্বাচনী প্রচারে গিয়ে সানস্ট্রোক মিঠুনের! ফিরলেন কলকাতা

সৈকত দাস |

Apr 18, 2021 | 8:31 PM

'মহাগুরু' মিঠুনকে (Mitun Chakraborty) দেখতে তখন রায়গঞ্জে ব্যাপক ভিড়। কিন্তু মাত্র চারশো মিটার রোড-শো করে হঠাৎই ট্যাবলো থেকে নেমে গেলেন তিনি। জানা গেল, সানস্ট্রোক হয়েছে মেগাস্টার তথা বিজেপি নেতার!

নির্বাচনী প্রচারে গিয়ে সানস্ট্রোক মিঠুনের! ফিরলেন কলকাতা
ফাইল চিত্র

Follow Us

পশ্চিমবঙ্গ: ‘মহাগুরু’ মিঠুনকে (Mitun Chakraborty) দেখতে তখন রায়গঞ্জে (Raiganj) ব্যাপক ভিড়। কিন্তু মাত্র চারশো মিটার রোড-শো করে হঠাৎই ট্যাবলো থেকে নেমে গেলেন তিনি। মুহূর্তের মধ্যে নেতা-কর্মীদের প্রবল উদ্বেগ। জানা গেল, সানস্ট্রোক হয়েছে মেগাস্টার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর! মহাগুরুকে নিয়ে প্রবল উদ্বেগ ছড়াল নেতা-কর্মীদের মধ্যে।

রবিবার নির্বাচনী প্রচার করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। তাই রায়গঞ্জের প্রচার থামিয়ে মাঝপথেই ট্যাবলো থেকে নেমে যান তিনি। বেশ কিছুক্ষণ বিশ্রাম নেন। কিন্তু আর প্রচারে যাননি। কলকাতায় ফিরে যান। বিজেপি সূত্রে অবশ্য খবর, এখন অনেকটাই সুস্থ আছেন মিঠুন চক্রবর্তী। কাল থেকে আবার প্রচার ঝাঁপাতে পারবেন তিনি।

রায়গঞ্জের সভার আগেই মালদহের হবিবপুরে তৃণমূলকে তীব্র নিশানা করেছেন। সেখান থেকে তাঁর মন্তব্য, “তৃণমূলের ললিপপ দেখে ভুলবেন না। এখন ললিপপ দেখাচ্ছে। ভোটের সময় শুধুই ললিপপ দেখায়।” ফের নাম না করে তৃণমূল নেত্রীকেও নিশানা করেন। বলেন, কোনও উস্কানিতে পা দেবেন না। এই উস্কানিতেই পাঁচটা মায়ের কোল খালি হয়ে গিয়েছে শীতলকুচিতে। সেই সঙ্গে মিঠুনের দাবি, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় কোনও দাঙ্গা হবে না। সব ধর্মের মানুষ সমান ভাবে মিলেমিশে থাকবেন।

হবিবপুরে বিজেপি প্রার্থী জুয়েল মূর্মূর হয়ে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি। কিন্তু সে সময় লক্ষ্য করা যায় গলা ধরে গিয়েছে মিঠুনের। তাই বক্তব্য দীর্ঘায়িত করেননি। সভামঞ্চে শুরু হয় সাঁওতালি নৃত্য।

তার আগে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রচার করেছেন। বেলা ১ টায় হবিবপুরে তাঁর আসার কথা থাকলেও তিনটের পরে হাজির হন মিঠুন। ফলে দীর্ঘ সময় রোদের মধ্যে অপেক্ষা করে ফিরে যান অধিকাংশ মানুষ। এরপর যখন মিঠুন চক্রবর্তী হেলিকপ্টারে করে মোথাবাড়ি নামেন তখন মাঠ প্রায় ফাঁকা। খুব সামান্য কথা বলে সেখান থেকে ফিরে যান। আর তারপরেই রায়গঞ্জে অসুস্থ হয়ে পড়েন মহাগুরু।

আরও পড়ুন: ভোট আবহেই দলবিরোধী কাজের জন্য এক ডজন নেতাকে শো-কজ করল তৃণমূল 

তবে এখন অনেকটা সুস্থ বলেই খবর। সোমবার কৃষ্ণনগর শহরের রাজপথে রোড-শো করার কথা মহাগুরুর। বিজেপি নেতৃত্ব জানাচ্ছেন মিঠুন তৈরি।

Next Article