ঐশ্বর্য রাই বচ্চন। বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। কারণ একটাই, বচ্চন পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন। এমন অবস্থায় ছোট্ট আরাধ্যায় নাকি থাকছেন মায়ের সঙ্গেই। মেয়েকে আগলেই পথ চলতে দেখা যায় ঐশ্বর্যকে। যদিও তাঁদের দূরত্বের খবর এখনও পর্যন্ত তাঁরা নিজে মুখে কিছুই জানাননি। তবে সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল। কেউ কটাক্ষ করছেন ঐশ্বর্যকে, কেউ আবার অভিষেক বচ্চনকে। তবে যাই হয়ে যাক না কেন, আরাধ্যা যে মা ভক্ত, তা প্রমাণ হয়ে গিয়েছে একাধিকবার। প্রতিটা ক্ষেত্রেই মেয়েকে চোখে হারান ঐশ্বর্য। হাত চেপে ধরে থাকেন।
অম্বানিদের বিয়ের আসরও তার ব্যতিক্রম নয়। বচ্চন পরিবারের সঙ্গে নয়, এখানে ঐশ্বর্য ও আরাধ্যাকে আলাদাই প্রবেশ করতে দেখা গেল। তবে ক্যামেরার সামনে মেয়ের সঙ্গে পোজ় দিতে গিয়ে মা ঐশ্বর্যের নজর গেল মেয়ের দিকে। সকলে থামিয়েই মেয়ের চুল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। বিষয়টাতে বেশ লাজুক হয়ে পরে ছোট্ট আরাধ্যা। পাশাপাশি তার চোখে মুখে ফুঁটে ওঠে বিরক্তির ছাপও। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নানাজনের নানা মত। কেউ বললেন, দিনের শেষে তিনি তো মা। আবার কেউ কটাক্ষ করে বললেন, ‘মেয়েকে শ্বাস নিতে দেন না…’।
অতীতেও একই ছবি সামনে উঠে এসেছে বারবার। যেখানে ঐশ্বর্য আরাধ্যার প্রতিটা পদক্ষেপে কড়া নজর রেখে চলেন। যদিও আরাধ্যার স্টাইল নিয়েও এদিন মন্তব্য করতে পিছপা হলেন না নেটিজেনরা। লিখলেন, এবার আরাধ্যার হেয়ারস্টাইলিস্ট পাল্টে ফেলুন। যদিও আরাধ্যাকে দেখে অধিকাংশ সময়ই মনে হয়, তাঁর সাজ পোশাকে নজর রাখেন খোদ ঐশ্বর্যই।