সে দিন রাতে পুলিশ লকআপে আল্লুকে কী খেতে দেওয়া হয়েছিল?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 16, 2024 | 4:00 PM

'পুষ্পা ২' মুক্তির পরে বিস্তর ঝামেলায় জড়াতে হয়েছে অভিনেতা আল্লু অর্জুনকে। প্রিমিয়ারে এসে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর খবরে গ্রেফতার করা হয় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। পুলিশি লকআপে সে রাতে নায়ককে কী খেতে দেওয়া হয়েছিল?

সে দিন রাতে পুলিশ লকআপে আল্লুকে কী খেতে দেওয়া হয়েছিল?
আল্লু অর্জুন
Image Credit source: PTI

Follow Us

‘পুষ্পা ২’ মুক্তির পরে বিস্তর ঝামেলায় জড়াতে হয়েছে অভিনেতা আল্লু অর্জুনকে। প্রিমিয়ারে এসে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর খবরে গ্রেফতার করা হয় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। পুলিশি লকআপে সে রাতে নায়ককে কী খেতে দেওয়া হয়েছিল? তেলঙ্গনা সংশোধনাগারের এক আধিকারিক জানিয়েছেন অভিনেতাকে সে রাতে খাবারে ভাত দেওয়া হয়েছিল। ভাতের সঙ্গে ছিল তরকারিও। তবে তাঁর বিশেষ কোনও চাহিদা ছিল না। কোনও অতিরিক্ত সুবিধা চাননি নায়ক।

৪ তারিখ হায়দরাবাদে আয়োজন করা হয়েছিল বিশেষ প্রিমিয়ারের। যেখানে ‘পুষ্পা ২’ দেখার জন্য উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষ। ভিড় এতটাই যে পুলিশকে ভিড় সামাল দিতে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল। সেখানেই প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা অনুরাগী। মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণ করেছিলেন আল্লু অর্জুন। সেই কাণ্ডেই গ্রেফতার করা হয় সুপারস্টারকে।

মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। যদিও একশ্রেণি এতে অভিনেতার দোষ কোথায়? একজনকে ভালবেসে শত-শত মানুষ ভিড় জমিয়েছেন, তাঁকে দেখার ইচ্ছে থেকে, সেখানে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে সত্যি কি সুপারস্টারের ওপর দায় বর্তায়? নাকি ম্যানেজমেন্ট দায়ী? নিরাপত্তা ব্যবস্থা দেখার দায়িত্বে যাঁরা ছিলেন, প্রশ্ন উঠছে তাঁদের ভূমিকা ঘিরে। যদিও বিষয়টা থেকে বিন্দুমাত্র নিজেকে সরিয়ে রাখতে চাননি অভিনেতা। তিনি সমবেদনা প্রকাশ করে মৃতের পরিবারের সঙ্গে কথাও বলেছেন বলে খবর।

Next Article