গড়িয়াহাটে চৈত্র সেলের বাজারে ১০০ টাকায় হাফ প্যান্ট কিনলেন ইমন!

TV9 Bangla Digital | Edited By: Bhaswati Ghosh

Apr 03, 2025 | 1:37 PM

ইমনকে প্রশ্ন করতেই তিনি খোলসা করলেন, 'আমি ১০০ টাকার টোট ব্যাগ কিনেছি। ১০০ টাকা দিয়েই একটা হাফপ্যান্ট কিনলাম। ১৫০ টাকা দিয়ে আর একটা প্যান্ট কিনেছি।' ইমনের গলায় আবার আফসোস শোনা গেল।

গড়িয়াহাটে চৈত্র সেলের বাজারে ১০০ টাকায় হাফ প্যান্ট কিনলেন ইমন!

Follow Us

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। নতুন গান লঞ্চের অনুষ্ঠানের পর ইমন চক্রবর্তী পৌঁছে গিয়েছেন গড়িয়াহাটে। তাঁর বক্তব্য ছিল, চৈত্র সেলের বাজার থেকে নানা রকম জিনিস কিনে তবে বাড়ি ফিরবেন। যেমন কথা, তেমন কাজ। তিনি ঠিক কী-কী কিনলেন জানেন কি? ইমনকে প্রশ্ন করতেই তিনি খোলসা করলেন, ‘আমি ১০০ টাকার টোট ব্যাগ কিনেছি। ১০০ টাকা দিয়েই একটা হাফপ্যান্ট কিনলাম। ১৫০ টাকা দিয়ে আর একটা প্যান্ট কিনেছি।’ ইমনের গলায় আবার আফসোস শোনা গেল। তিনি বললেন, ‘আমার কিছু শার্ট কেনার ইচ্ছা ছিল। কিন্তু সেগুলো খুঁজে পাইনি। এর জন্য আমাকে আবার একদিন যেতে হবে ওখানে।’ তবে পরিবারের সকলের জন্য যে জমিয়ে শপিং করেছেন, সেটা বোঝা গেল, ইমনের কথায়। ‘বাবার জন্য একটা ফতুয়া কিনেছি। আর নীলাঞ্জনের (ঘোষ, সুরকার, ইমনের বর) জন্য একটা পাঞ্জাবি কিনেছি’, যোগ করলেন গায়িকা।

ইমনের এই পদক্ষেপ একটা উদাহরণ হয়ে থাকবে। বাংলা ছবির দুনিয়ার সঙ্গে যুক্ত অনেকেই ঘড়ি , জুতো বা ব্যাগ নামী ব্র্যান্ডের না হলে ব্যবহার করেন না। বিশেষ করে নায়ক-নায়িকাদের মধ্যে এমন প্রবণতা রয়েছে। গায়িকাদের মধ্যেও এমন অনেকে আছেন যাঁরা অত্যন্ত ব্র্যান্ড কনশাস। সেখানে জাতীয় পুরস্কার বাংলায় এনেছেন এমন একজন গায়িকা গড়িয়াহাটে জনসাধারণের মধ্যে মিশে গিয়ে যেভাবে জমিয়ে বাজার করলেন, তাতে এটাই প্রমাণিত হয়, শিল্পসত্তার সঙ্গে দামি জুতো, ঘড়ি বা ব্যাগের ব্যবহারকে গুলিয়ে ফেলার কোনও কারণ নেই। সোশ্যাল মিডিয়ায় ইমনের অনুরাগীদের অনেকেই মন্তব্য করেছেন, গায়িকাকে দেখে তাঁরা এবার গড়িয়াহাটে চৈত্র সেলের বাজার করতে ছুটবেন!

Next Article