আরজি কর কাণ্ড নিয়ে প্রথম দিন থেকে সরব অভিনেত্রী পিঙ্কি বন্দেপাধ্যায়। টলিউডে তাঁর অবশ্য আরও একটি পরিচয় আছে। তিনি হলেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী। চলতি বছরের গোড়ার দিকে আইনি বিচ্ছেদ হয় তাঁদের। তার পর আবার নতুন সংসার পেতেছেন তৃণমূলের বিধায়ক। পিঙ্কি তাঁর ছেলেকে নিয়ে নিজের জীবন গোছানোর চেষ্টা করছেন। ৯ অগস্টের ঘটনা নিয়েও প্রতিনিয়ত নিজের বক্তব্য রাখছেন তিনি। এর মাঝেও কাঞ্চন-পিঙ্কির সমীকরণ নিয়ে ধেয়ে আসছে কটাক্ষ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন সব মন্তব্য! শুনে চুপ থাকতে পারলেন না কাঞ্চনের প্রাক্তন পিঙ্কি।
মঙ্গলবার ‘নবান্ন অভিযান’ নিয়ে প্রশাসনের দিকে প্রশ্ন তোলেন অভিনেত্রী। নিজের ফেসবুকে একটি পোস্ট ভাগ করে নিয়ে তিনি লেখেন,”আজকের নবান্ন অভিযান বেআইনি হলে, ১৯৯৩ সালের ২১শে জুলাই রাইটার্স অভিযান কি ছিল???” তাঁর এই পোস্টে দর্শকের থেকে তিনি পেয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই যে তাঁর সঙ্গে সহমত সে কথা জানিয়েছেন। তবে কেউ কেউ নেতিবাচক মন্তব্য করতেও ছাড়েননি।
পিঙ্কিকে পাল্টা আক্রমণের সুরে এক জন লেখেন,”এগুলো পিঙ্কি বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে কাঞ্চন মল্লিককে অ্যাটাক করছে’। এমন সংবেদনশীল সময়ে এই ধরনের ব্যক্তিগত ও রুচিহীন মন্তব্যের কড়া জবাব দেন কাঞ্চনের প্রাক্তন। তিনি লেখেন,‘দয়া করে এই ভয়ঙ্কর সময়ে ফালতু কমেন্ট করবেন না।”
আবার কেউ লেখেন,”আপনাকে তো কোথাও দেখতে পেলাম না।” এই মন্তব্যে পিঙ্কির উত্তর,”১৪ই অগস্ট থেকেই আছি, ছিলাম, থাকবো। আসলেে যেখানে যখন প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি দৃপ্ত কণ্ঠে একটাই স্বর বেরিয়েছে- সব মানুষের এক স্বর, জাস্টিস ফর আর জি কর। ফোন ব্যাগ থেকে বার করিনি। মিডিয়ার বন্ধুরাও একই বার্তা পেয়েছেন। ফোকাসটা ঠিক রাখতেই হবে সবাইকে। ডাল-ভাত জোগাড় হয়ে যাবে, চাই শুধু সুবিচার।” উল্লেখ্য, পিঙ্কির প্রাক্তন স্বামী শাসক দলের বিধায়ক বলেই কি রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি। এই ধরনের অভিযোগ বা মন্তব্য মানতে নারাজ তিনি।