Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ঐশ্বর্য চায় না…’, স্ত্রীকে নিয়ে কোন সত্যি সামনে আনেন অভিষেক

Aishwarya-Abhishek: একটাই অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর বিচ্ছেদের জল্পনা। তাঁরা নাকি ভাল নেই, সংসার ভাঙনের মুখে, বেশ কিছু মাস ধরেই এমন খবর ছড়িয়ে রয়েছে নেটদুনিয়ায়। আবার তবে নানান জায়গাতে এখনও ঐশ্বর্য ও অভিষেককে একসঙ্গে দেখা যাচ্ছে।

'ঐশ্বর্য চায় না...', স্ত্রীকে নিয়ে কোন সত্যি সামনে আনেন অভিষেক
Follow Us:
| Updated on: May 16, 2024 | 3:32 PM

ঐশ্বর্য রাই বচ্চন, বলিউডে দাপটের সঙ্গে কাজ করলেও কোথাও গিয়ে যেন খুব একটা ঘনিষ্ট দৃশ্যে দেখা যায়নি তাঁকে। যদিও কখনও হৃত্বিক রোশনের ঠোঁটে ঠোঁট রেখে চুমু, কখনও আবার তিনি রণবীর কাপুরের সঙ্গে খোলামেলা দৃশ্যে সাবলীল, ঐশ্বর্যকে অন্য লুকে দেখা গেলেও, তিনি খুব একটা বোল্ড দৃশ্যে কখনই অভিনয় করেননি। তবে বর্তমানে পর্দায় তাঁর উপস্থিতি সেভাবে নেই বললেই চলে। বরং ব্যক্তি জীবন নিয়ে বারবার চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন তিনি। কারণ একটাই অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর বিচ্ছেদের জল্পনা। তাঁরা নাকি ভাল নেই, সংসার ভাঙনের মুখে, বেশ কিছু মাস ধরেই এমন খবর ছড়িয়ে রয়েছে নেটদুনিয়ায়। আবার তবে নানান জায়গাতে এখনও ঐশ্বর্য ও অভিষেককে একসঙ্গে দেখা যাচ্ছে।

যদিও অভিষেক বচ্চনের সঙ্গে তিনি যে এখন আর থাকেন কি থাকেন না, তা একপ্রকার আজও অস্পষ্ট। যদিও একে অন্যকে নিয়ে বর্তমানে সেভাবে মুখ খোলেন না। তবে অতীতে তাঁদের একে অন্যের বিষয় কথা বলতে দেখা যেত। একাধিকবার স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন অভিষেক বচ্চন। কেন ঐশ্বর্য ঘনিষ্টদৃশ্যে অভিনয় করতে পারেন না, পরিবারের কারণে? নাকি পিছনে আছে অন্য কোনও কারণ, তা একপ্রকার স্পষ্ট নয়। সেই প্রশ্ন অভিষেক বচ্চনকে করা হলে, তিনি জানান, তিনি কখনও অভিনয়ের ক্ষেত্রে কোনও আপত্তি করেননি। বরং ঐশ্বর্য রাই বচ্চন নিজেই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে চান না। ঐশ্বর্য রাই বচ্চনের অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি হয়। তিনি কোনওদিন আপত্তি করেননি চুমুতেও। এটা ঐশ্বর্য চায় না, এটা ঐশ্বর্যের নিজের সিদ্ধান্ত।

পরবর্তীতে রাজ কুমার রাও-এর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে মানা করে দিয়েছিলেন ঐশ্বর্য বলে শোনা যায়। যদিও বলিউডের অন্দরমহলে ছিল অন্য খবর। ঐশ্বর্যের পরিবারের আপত্তি থাকার কারণেই নাকি তিনি এই ছবিতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে পারেননি।