AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রয়াত ঐন্দ্রিলার প্রোফাইলে এ কোন ছবি? ‘ছ্যাঁত করে উঠল বুকটা’

“প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ; মাথা আমার ব্যথায় টন্ টন্ করছে… দিশেহারা আমার হৃদয়… বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু নাকি বড় জোর এক বছর…?”

প্রয়াত ঐন্দ্রিলার প্রোফাইলে এ কোন ছবি? 'ছ্যাঁত করে উঠল বুকটা'
প্রয়াত ঐন্দ্রিলার প্রোফাইলে এ কোন ছবি?
| Updated on: Jul 30, 2024 | 9:27 PM
Share

“প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ; মাথা আমার ব্যথায় টন্ টন্ করছে… দিশেহারা আমার হৃদয়… বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু নাকি বড় জোর এক বছর…?” নাজিম হিকমতের সেই অমোঘ লাইনের কথা মনে আছে? বা ধরুন ইংরেজিতে একটা প্রবাদ আছে না, ‘Time heals everything’… সত্যিই কি তাই? সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে আসে সব শোক? ভুলে যাওয়া যায় অতিপ্রিয়জনকেও?

ঐন্দ্রিলা শর্মা– বছর দেড়েক আগে কোনও এক অভিশপ্ত নভেম্বর কেড়ে নিয়েছিল বছর ২৪_এর ঐন্দ্রিলা শর্মাকে। ঐন্দ্রিলা চলে যাওয়ার ক্ষত আজও মানুষের মনে তরতাজা। দিদি ঐশ্বর্যা ও মা শিখা শর্মার প্রোফাইল থেকে শেয়ার করা ঐন্দ্রিলার টুকরো স্মৃতিই আজ সম্বল তাঁর ভক্তদের। কিন্তু এ কী? কেন মঙ্গলবার তাঁর প্রোফাইল দেখেই চমকে গেলেন ভক্তকুল? কেন একবাক্য সবাই বলে উঠলেন, ‘ ছ্যাঁত করে উঠল গো বুকটা?’

ঐন্দ্রিলা চলে যাওয়ার পর তাঁর প্রোফাইলটি কার্যত নিষ্ক্রিয়ই। তবে বহুযুগ পরে সেখান থেকে করা হয়েছে এক পোস্ট। পোস্টদাত্রী ঐন্দ্রিলা! কী করে সম্ভব? সেই চেনা হাসি, পুজোর আয়োজন, দ্বিতীয় বারের ক্যান্সারের ধাক্কা সামলে আবারও তিনি ‘কামব্যাক’ করেছেন তখন। সেই ছবিই পোস্ট করা হয়েছে তাঁর প্রোফাইল থেকে। নেটিজেনদের চোখে বিস্ময়। তবে মুহূর্তের ধাক্কা কাটতেই চোখ ভিজল জলে। না কোনও মন্ত্রবলে ফিরে আসেননি অভিনেত্রী। বরং তাঁর কাছের মানুষেরাই তাঁর প্রোফাইল থেকে করেছেন সেই পোস্ট, দর্শকমনে আজও ঐন্দ্রিলা স্মৃতি অটুট রাখতেই যে এই প্রয়াস।