শাশুড়ির মার, হানিমুনের প্রথম রাতে করিশ্মার সঙ্গে কী করেছিলেন স্বামী সঞ্জয়?

বচ্চন পরিবারের বউ যখন আর হওয়া হল না করিশ্মা কাপুরের, সে সময় ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন করিশ্মা কাপুর। শোনা যায় করিশ্মার মায়ের নাকি আস্থা ছিল না অভিষেকের উপর। সেই কারণেই বাগদান হওয়ার পরেও কার্যত জোর করেই অভিষেকের সঙ্গে মেয়ের বিয়ে ভেঙে দিতে মদত দেন তিনি।

শাশুড়ির মার, হানিমুনের প্রথম রাতে করিশ্মার সঙ্গে কী করেছিলেন স্বামী সঞ্জয়?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2024 | 8:00 PM

বচ্চন পরিবারের বউ যখন আর হওয়া হল না করিশ্মা কাপুরের, সে সময় ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন করিশ্মা কাপুর। শোনা যায় করিশ্মার মায়ের নাকি আস্থা ছিল না অভিষেকের উপর। সেই কারণেই বাগদান হওয়ার পরেও কার্যত জোর করেই অভিষেকের সঙ্গে মেয়ের বিয়ে ভেঙে দিতে মদত দেন তিনি। ২০০৩ সালে করিশ্মা বিয়ে করেন সঞ্জয়কে। ২০১৪ সালে বিচ্ছেদের আবেদন করেন তাঁরা। তবে ২০১৬ সালে করিশ্মা তাঁর স্বামীর নামে এমন কিছু অভিযোগ আনেন ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী, যা শুনলে রীতিমতো চমকে উঠবেন আপনি। করিশ্মা অভিযোগ করেন, সঞ্জয়ের সঙ্গে সে সময় তিনি হনিমুনে। আচমকাই সেখানে হাজির হন সঞ্জয়ের কিছু বন্ধু। স্ত্রীকে বাজি রাখেন সঞ্জয়। ঠিক যেন আজকের মহাভারত।

বাজি হারতেই প্রিয় বন্ধুর সঙ্গে স্ত্রীকে ভাগ করে নিতেও নাকি এতটুকু সঙ্কোচ হয়নি তাঁর। করিশ্মাকে নিজের বন্ধুর সঙ্গে বিছানা ভাগ করে নিতে জোর করেন সঞ্জয়। তবে করিশ্মা রাজি হননি। করিশ্মার অভিযোগ, প্রতিবাদ করতেই জুটেছিল মারধর। অন্যদিকে সঞ্জয় অভিযোগ করেছিলেন, করিশ্মা নাকি কোনওদিনই তাঁকে ভালবাসেননি। স্রেফ টাকার জন্য বিয়ে করেছিলেন, বলেছিলেন এমনটাই। করিশ্মা থামেননি। তিনি আরও অভিযোগ করেছিলেন। জানিয়েছিলেন, তিনি তখন অন্তঃসত্ত্বা। শাশুড়ির আনা এক পোশাক তাঁর গায়ে কিছুতেই ফিট হচ্ছিল না। সে সময় নাকি স্বামী সঞ্জয়, শাশুড়ি তাঁর গায়ে হাত তুলতে বলেন, করিশ্মা জানিয়েছিলেন এমনটাই। আজ যদিও পরিস্থিতি শান্ত। দু’জনে দু’টি পথ বহুদিন আগেই হয়ে গিয়েছে আলাদা।