বলিপাড়ায় কান পাতলেই শোনা যায় এই কোনও নায়কের প্রেম হল। কোনও নায়িকার মন ভাঙল। আবার কারও ডিভোর্স হল। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক মনে কৌতূহলও কম নেই। তাই তো এত বছর পরেও শ্রীদেবী এবং মিঠুন চক্রবর্তীর সম্পর্ক, বিচ্ছেদকে ঘিরে কাটাছেঁড়া চলে। মিঠুনের সঙ্গে নায়িকার সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। শোনা যায় তাঁদের বিয়েও নাকি হয়ে গিয়েছিল। তাও বহু বছর আগের কথা। কিন্তু জানেন মিঠুনের সঙ্গে প্রেম ভাঙার পর ঠিক কী অবস্থা হয়েছিল? সম্প্রতি তাঁদের সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুজাতা মেহতা।
মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন প্রয়াত অভিনেত্রী। সুজাতা বলেন, “ও ওই সময় মানসিকভাবে খুব অস্থির ছিল। তবে কাজের জায়গাটা ঠিক রেখেছিল। বিচ্ছেদের পরেও কাজে কোনও ক্ষতি আসতে দেননি। শুটিংয়ের পর এক কোনায় গিয়ে চুপচাপ বসে থাকতেন শ্রীদেবী। এটা বলতে পারি ওই বিচ্ছেদ শ্রীকে একেবারে যেন ভেঙে দিয়েছিল। আমার মনে হয় ওরা একে অন্যকে পাগলের মতো ভালবাসত। অনেকেই বলেন ওরা নাকি গোপনে বিয়েও করেছিল।” Iবলিসূত্র বলছে শ্রীদেবীর সঙ্গে যে সময় সম্পর্কে জড়িয়ে ছিলেন মিঠুন তখন তিনি বিবাহিত। সাংসারিক অশান্তির কারণেই ভেঙে গিয়েছিল সম্পর্ক।